বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন কাদের খান (Kader Khan), তার মতো প্রতিভাবান অভিনেতা বলিউডে কমই ছিল। কাদের খান একজন খ্যাতিমান বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য এবং সংলাপ ও কাহিনী লেখক এবং পরিচালক। তিনি যে নিজেই কেবল চলচ্চিত্র জগতে উন্নতি করেছেন তা কিন্তু নয় , তিনি চলচ্চিত্র জগতে অনেক মানুষের ক্যারিয়ারও তৈরি করেছেন।
বিখ্যাত অভিনেতা কাদের খান ১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি পশতুন বংশোদ্ভুত। তিনি আব্দুল রেহমানের পুত্র, যিনি কান্দাহারের বাসিন্দা। কাদের খান ১৯৭০ সাল থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ৪৫০ টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন এবং ২৫০ টিরও বেশি ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন। তিনি হিন্দি সিনেমায় কিংবদিন্তী হিসেবে বিশেষভাবে পরিচিত। হিন্দি চলচ্চিত্র শিল্প এবং বলিউডে তার অবদান অনস্বীকার্য।
ভারতীয় চলচ্চিত্রে কাদের খানের অবদান কত বড় তা প্রমাণ করতে আমরা কয়েকটি ছবির নাম উল্লেখ করছি। যা কাদের সাহেব না থাকলে হয়তো কখনোই তৈরি হতো না।
১.মেরি আওয়াজ শুনো (Meri Awaz Suno) –
কাদের খানের সেরা সংলাপের জন্য এই ছবিটি ফিল্ম ফেয়ার পুরস্কার পায় ১৯৮২ সালে।
২. জুড়ুয়া (judwa) –
এই সিনেমার দুগ্গল সাহেব কে ভুলতে পারে। খুব ছোট চরিত্রেও এই ছবিতে কাদের খান দুর্দান্ত অভিনয় করেছিলেন।
৪. অগ্নিপথ (agnipath) –
এই ছবির জন্য জাতীয় পুরস্কার পান অমিতাভ বচ্চন। এর বেশির ভাগ কৃতিত্ব কাদের খান সাহেবের। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবিতে হরিবংশ রাই বচ্চনের কবিতা অন্তর্ভুক্ত করার চিন্তাও ছিল তাঁর।
৫. আঁখে (Aankhen) –
ছবিটি সেই সময়ের অন্যতম হিট ছবির একটি ,ছবিতে কাদের খান অভিনয় করেছেন দুই অযোগ্য পুত্রের বাবার ভূমিকায় ,ছবিতে কাদের খানের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।
কাদের খান সুপারনিউক্লিয়ার পালসি রোগে অসুস্থ হয়ে পড়লে ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখে তাকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্য হয়েছিল।