• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মানসিকভাবে অসুস্থ, মেয়েদের ওপর অত্যাচার করে! সলমনের বিরুদ্ধে বিস্ফোরক এক্স প্রেমিকা সোমি আলি

বলিউডের ছবি (Bollywood Movie) দেখতে ভালোবসেন অথচ সলমন খান (Salman Khan) নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। চরম অ্যাকশন আর কমেডির সাথে হালকা রোম্যান্স সবেতেই রয়েছেন সকলের প্রিয় ভাইজান। শুধুমাত্র যে ভারতে তা নয়, দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে লক্ষ লক্ষ ভক্ত। কিন্তু এত জনপ্রিয়তা সম্পত্তি থাকতেও আজও ব্যাচেলার সলমন খান। সম্পর্ক যে একেবারেই হয়নি তা কিন্তু নয়। একাধিক নারী এসেছিল জীবনে। এবার এক প্রাক্তন প্রেমিকাই সলমনের নাম বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হয়েছেন।

বর্তমানে ৫৬ বছর বয়স হলেও বলিউডের হ্যান্ডসাম ও মোস্ট  এলিজিবল ব্যাচেলরের মধ্যে একজন সলমন খান। একাধিক অভিনেত্রী সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে বিয়ে অবধি এগোয়নি একটিও। প্রতিবেশী দেশ পাকিস্তানেও সলমনের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। একসময় পাকিস্তানী এক অভিনেত্রী সলমনকে বিয়ে করার ইচ্ছা নিয়ে ভারতে এসে বলিউডে নাম লেখান।

   

Salman Khan Somy Ali

হ্যাঁ ঠিকই ধরেছেন, এই অভিনেত্রীই হলেন সোমি আলি। সলমনের প্রেমে পাগল হয় তাকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন সোমি। এরপর এদেশে এসে সলমনের কাছে যাওয়ার জন্য বলিউডে কাজ শুরু করেন ও জনপ্রিয়তাও পান। এরপর সলমন খানের সাথে সম্পর্কেও জড়ান। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ভেঙে যায় প্রেমের সম্পর্ক আর তারপর আবারও ভারত ছেড়ে নিজের দেশে ফিরে যান অভিনেত্রী।

অনেক পুরোনো হলেও সলমন ও সোমির প্রেম নিয়ে আজও সোশ্যাল মিডিয়াতে চর্চা অব্যাহত থাকে। যদিও সেভাবে নিজেদের সম্পর্ক নিয়ে কেউই সেভাবে মুখ খোলেননি। তবে সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে দুটি পোস্ট করেছেন, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছ।

Salman Khan,Somi Ali,Bollywood Gossip,Salman Khan Affair,Mental Illness,সালমান খান,সোমি আলি,সালমান খানের প্রেমিকা,সলমন খান,বলিউড গসিপ

একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘একজন মেয়েদের অত্যাচার করি। আর শুধু আমাকেই নয়, আরও অনেককেই। দয়া করে একে পুজো করা বন্ধ করুন। আপনাদের কোনো ধারণা নেই, একজন অসুস্থ মানুষ ইনি।’ এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পরে। তবে এখানেই শেষ নয় এরপরেই আসে দ্বিতীয় পোস্ট।

দ্বিতীয় পোস্টে অভিনেত্রী সলমনকে নাম না নিয়ে ‘খুনি’ হিসাবেও দাবি করেন। সাথে ইঙ্গিত দেন, সাক্ষীকেও নাকি খুন করেছেন ভাইজান। তবে বিতর্ক বেড়ে যাওয়ার আগেই দুটি পোস্ট সরিয়ে ফেলেন অভিনেত্রী। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে, কারণ স্ক্রিনশট উঠে গিয়েছে পোস্টের। যা ভাইরাল হয়ে পড়েছে সর্বত্র। প্রসঙ্গত, এই প্রথমবার নয় এর আগেও সলমনকে অত্যাচারী তকমা দিয়েছিলেন সোমি।