• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন হৃত্বিক রোশন, এই সুন্দরী মিস ইন্ডিয়া অভিনেত্রীকেই বানাবেন বৌ!

বললিউডের ড্যাশিং হিরো হৃত্বিক রোশন (Hrithik Roshan)। বর্তমানে বয়স পঞ্চাশ ছুঁতে চললেও তাকে দেখে সেটা বলার সাধ্য নেই কারোর। আজও একই রকম হ্যান্ডসম আর ফিট রয়ে গিয়েছেন অভিনেতা। প্রথম স্ত্রীর সাথে হৃত্বিকের সম্পর্ক (Hrithik Roshan Relations) ভেঙেছে বেশ কয়েক বছর পেরিয়েছে। এবার বি টাউনে তাঁর নতুন প্রেম নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এমনকি জানা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ের পীড়িতেও বসতে পারেন হৃত্বিক রোশন।

খুব কম এমন অভিনেতা রয়েছেন যারা নিজেদের প্রথম ছবিতেই সুপারহিট হয়েছেন। হৃত্বিক হলেন তাদের মধ্যে অন্যতম। ২০০০ সালে  ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন হৃত্বিক। প্রথম ছবিই সুপারহিট, দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন শুরুতেই, রাতারাতি হয়ে উঠেছিলেন সকলের প্রিয় হিরো। হৃত্বিককে একবার দেখার জন্য বা সাক্ষাতের জন্য রীতিমত পাগল হাজারো মহিলা ভক্তরা।

   

Hrithik Roshan,Gayatri Bhardwaj,Hrithik Roshan Second Marriage,Hrithik Roshan Affair,Bollywood News,Bollywood Latest News,হৃত্বিক রোশন,গায়ত্রী ভরদ্বাজ,বলিউড গসিপ,বলিউডের খবর

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন নয়। তেমনি হৃত্বিক রোশনের সাথেও বহু অভিনেত্রীর নাম জড়িয়েছিল। তবে কোনো অভিনেত্রী নয় ইন্টিরিয়ার ডিজাইনার সুজেইন খানের সাথে ঘর বেঁধেছিলেন অভিনেতা। ১৪ বছর একসাথে থাকার পর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে বেশ কয়েক বছর কেটে গিয়েছে। আবারও নতুন করে প্রেম এসেছে হৃত্বিক রোশনের জীবনে।

Hrithik Roshan,Gayatri Bhardwaj,Hrithik Roshan Second Marriage,Hrithik Roshan Affair,Bollywood News,Bollywood Latest News,হৃত্বিক রোশন,গায়ত্রী ভরদ্বাজ,বলিউড গসিপ,বলিউডের খবর

তবে এবার সুন্দরী মিস ইন্ডিয়ার (Miss India) সাথে প্রেম করছেন অভিনেতা। অবশ্য মিস ইন্ডিয়া হবার পাশাপাশি অভিনেত্রী হিযাবেও বেশ পরিচিত তিনি। কে এই মিস ইন্ডিয়া অভিনেত্রী? তিনি হলেন ২০১৮ সালের মিস ইন্ডিয়া গায়ত্রী ভরদ্বাজ (Gayatri Bhardwaj)। সৌন্দর্যের প্রতিযোগিতা মিস ইন্ডিয়া জিনে রাতারাতি গোটা দেশে বিখ্যাত হয়ে পড়েছিলেন তিনি। বর্তমানে তিনিই হৃত্বিক রোশনকে  বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

Hrithik Roshan,Gayatri Bhardwaj,Hrithik Roshan Second Marriage,Hrithik Roshan Affair,Bollywood News,Bollywood Latest News,হৃত্বিক রোশন,গায়ত্রী ভরদ্বাজ,বলিউড গসিপ,বলিউডের খবর

গায়ত্রী ভরদ্বাজ ইতিমধ্যেই একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। ইউটিউব ষ্টার ভুবন বামের সাথে ‘ধিন্ডোরা’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। তবে অভিনেত্রী হ্যান্ডসাম হিরো হৃত্বিক রোশনকে বিয়ের প্রস্তাব দিলেও এখন পর্যন্ত হৃত্বিকের তরফ থেকে যেকোনো উত্তর মেলেনি। তবে যদি অভিনেতা হ্যাঁ বলেন তাহলে প্রাক্তন মিস ইন্ডিয়াকেই নিজের স্ত্রী হিসাবে পেতে পারেন হৃত্বিক রোশন।

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন বলিউডের উঠতি নায়িকা সাবা আজাদ (Saba Azad)। বিটাউনের অলি-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, সাবা আজাদের সাথেই নাকি প্রেম করছেন হৃত্বিক।