• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হটাৎ করেই ভাইরাল দেব-শুভশ্রীর বিয়ের ছবি! ব্যাপারটা কি? শোরগোল নেটপাড়ায়

Published on:

সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral,দেব অধিকারী,Dev Adhikari,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,বিয়ের ছবি,Marriage Picture

বিচ্ছেদের এতো বছর পর আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটির বিয়ের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে বধূ বেশে লাল টুকটুকে বেনারসি পরে,মাথায় টোপর আর হাতে গাছকৌটো নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী আর তাঁর পাশেই বরবেশে ধুতি পাঞ্জাবি পরে হাসিখুশি দেব। দুজনের গলাতেই রয়েছে লাল-হলুদ গোলাপ ফুলের মালা।

বিচ্ছেদের এত বছর পরেও কিন্তু টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত প্রাক্তন জুটি দেব-শুভশ্রী। একটা সময় ইন্ডাস্ট্রিতে দেব-শুভশ্রীর প্রেম ছিল পেজথ্রির পাতায় অন্যতম হট টপিক। সম্পর্কে থাকাকালীন নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও বিচ্ছেদের পর দেবের সঙ্গে সম্পর্কের কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন শুভশ্রী।

Dev and Subhashree

তবে এতো সুন্দর মিষ্টি একটা জুটির সম্পর্ক কেন ভাঙল তা জানা যায়নি আজও। তবে বিচ্ছেদের পর দেব শুভশ্রী দুজনেই এখন এগিয়ে গিয়েছেন নিজের নিজের জীবনে। একদিকে স্বামী তথা ইন্ডাস্ট্রির নামি পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিয়ের পর এখন কানায় কানায় পূর্ণ শুভশ্রীর জীবন। কাজ ছাড়া রাজ- শুভশ্রীর জীবন জুড়ে এখন রয়েছে তাঁদের একমাত্র সন্তান ইউভান।

সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral,দেব অধিকারী,Dev Adhikari,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,বিয়ের ছবি,Marriage Picture

অন্যদিকে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সাথে অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেব। তাঁদের সম্পর্কের কোথাও এখন ওপেন সিক্রেট। এখন শুধু তাঁদের বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা। কিছুদিন আগে মলদ্বীপেও ঘুরতে গিয়েছিলেন তাঁরা।

Dev and Rukmini Maitra

কাজে বোঝাই যাচ্ছে দুজনেই এখন দুজনের জীবনে খুশি। এরই মধ্যে আজ থেকে ৭ বছর আগে অর্থাৎ ২০১৫ সালের অক্টোবর মাসের এই ছবি ভাইরাল হওয়ায়  একদিকে যেমন অনুরাগীরা আবেগপ্রবণ হয়েছেন তেমনই অনেকের মনে হয়েছে এই ছবি দেব-শুভশ্রীর এখনকার সুখের জীবনে একরাশ অস্বস্তির কারণ।

সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral,দেব অধিকারী,Dev Adhikari,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,বিয়ের ছবি,Marriage Picture

একথা জানিয়েই এক নেটিজেন লিখেছেন ‘এটা হলে সবথেকে বেশি মানাতো যদিও শুভশ্রী অনেক বেশি সুখী রাজ চক্রবর্তীর সাথে তাই এগুলো নতুন করে টাইমলাইনে এলে দুটো সম্পর্কের মধ্যেই খারাপ প্রভাব ফেলতে পারে এগুলো না শেয়ার করাই ভালো। দুজনেই আলাদা আলাদা মানুষের সাথে সুখী তাই অনুরোধ প্লিজ এগুলো শেয়ার করাটা বন্ধ করুন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥