• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুনিশার মৃত্যুর পর হাজতে প্রাক্তন প্রেমিক শীজান! বিস্ফোরক সব অভিযোগ জানালেন নায়িকার মা

বছর শেষের আগেই বলি অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর খবরে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। হিন্দি বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন এই মিষ্টি নায়িকা। গত সপ্তাহের শনিবার আচমকাই শুটিংয়ের সেট থেকে অভিনেত্রী নিথর দেহ উদ্ধার হয়। পরে তদন্তের পর জানা যায় আত্মহত্যা করে মৃত্যু হয়েছে অভিনেত্রীর (Tunisha Sharma death)। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে শ্বাসরোধ বা দমবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তুনিশার। কিন্তু তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি।

যদিও পরে তুনিশার মা অভিযোগ তোলেন তার প্রাক্তন প্রেমিক  শীজান মহম্মদ খানের (Sheezan Khan) বিরুদ্ধে। অভিনেত্রীর মায়ের অভিযোগ শীজান তার মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। মুম্বাই পুলিশের কাছে তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিনেতা শীজানকে। রবিবার মুম্বইয়ের বাসি আদালত ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে অভিনেতাকে।

   
Bollywood Actress Tunisha Sharma
তুনিশা শর্মা। ছবিঃ ইনস্টাগ্রাম

প্রসঙ্গত ‘আলিবাবা: দাস্তান-এ-কাবুল’ সিরিয়ালে একসাথে কাজ করেছিলেন তারা। এই সিরিয়ালে তুনিশার  বিপরীতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শীজানকে। শনিবার ভাসাইয়ের একটি ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই উদ্ধার হয় তুনিশার ঝুলন্ত মৃতদেহ। জানা যায় সেদিন অভিনেত্রী বাথরুমে গিয়েছিলেন। কিন্তু অনেক সময় কেটে গেলেও তাকে বাইরে বেরিয়ে আসতে দেখেননি কেউ।  তারপর সন্দেহ হতেই দরজা ভেঙে দেখা যায় বাথরুমের মধ্যেই রয়েছে অভিনেত্রীর ঝুলন্ত মৃতদেহ।

প্রসঙ্গত ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ ধারবাহিক দিয়ে শিশুশিল্পী হিসাবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। এছাড়াও তিনি অভিনয় করেছেন, ‘কহানি ২’,‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘দবাং ৩’, ‘দুর্গা রানি সিংহ’-এর মতো জনপ্রিয় সব হিন্দি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল তুনিশাকে।

Tunisha Sharma with Sheezan Khan
শীজ়ান খান ও তুনিশা শর্মা একসাথে। ছবিঃ ইনস্টাগ্রাম

অন্যদিকে শীজানও হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ। আদতে মুম্বাইয়ের বাসিন্দা শীজান বহুদিন ধরেই যুক্ত রয়েছেন অভিনয় জগতের সাথে। ছোটবেলায় ২০১৩ সালের যোধা আকবর ধারাবাহিকে আকবরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে তার অভিনয়ের ঝুলিতে যোগ হয়েছে ‘সিলসিলা পেয়ার কা’, ‘তারা ফ্রম সিতারা’, ‘এক থি রানী এক থা রাবণ’।

Sheezan Khan who got arrested in Tunisha Sharma Death
শীজ়ান খান

সোশ্যাল মিডিয়ায় অভিনেতার অনুরাগী সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষের গন্ডি। চলতি বছরেই অর্থাৎ  ২০২২ সালে ‘আলিবাবা: দস্তান-এ কাবুল’ ধারাবাহিকে আলিবাবা চরিত্রে অভিনয় করার সূত্রেই তুনিশার সাথে পরিচয় হয়েছিল তার। কিন্তু পরে তাদের ব্রেক আপ হয়ে যায়। জানা গিয়েছে সোমবার রাতেই তুনিশার মরদেহ তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

site