সদ্য জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে অন্যতম জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ (Dance Bangla Dance junior)। এই শোয়ের প্রথমদিকের ছোট্ট সঞ্চালিকা তাথৈ কে মনে আছে নিশ্চই। দর্শকদের কাছে তিনি তাথৈ (Tathoi) নামেই পরিচিত হলেও আসলে তাঁর ভালো নাম সরন্যা দেব (Saranya Deb)।
সেসময় বাংলার আরও দুই জনপ্রিয় শিশুশিল্পী সুরঙ্গনা এবং অরিত্রর সাথে এই শোয়ের সঞ্চালনা করতেন তাথৈ। এই শোতে মহাগুরু মিঠুন চক্রবর্তীর অত্যন্ত প্রিয় ছিলেন তাথৈ। এরইমধ্যে মাঝে কেটে গিয়েছে গোটা এক দশক। সময়ের সাথে সাথে সেদিনের সেই খুদে শিল্পীরা এখন বেশ বড় হয়ে গিয়েছে। বড় হয়েছে সেদিনের সেই ছোট্ট মিষ্টি তাথৈ।
যদিও এখন তাঁকে আর টিভির পর্দায় দেখা যায় না। একটা সময় ডান্স বাংলা ডান্স ছাড়াও মিঠুন চক্রবর্তীর সাথে আরও একটি নাচের রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন ছোট্ট তাথৈ। এই জনপ্রিয় রিয়েলিটি শো এর নাম ছিল ‘ধুম ধামাকা’। তবে শুধু রিয়ালিটি শোয়ের সঞ্চালনাই নয় একাধিক ছবিতেও শিশুশিল্পীর চরিত্রে তাঁর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের।
যার মধ্যে অন্যতম ছিল ‘নীল রাজার দেশে’, ‘খোকাবাবু’,’প্রেম আমার’, ‘অগ্নি পরীক্ষা’,‘সব চরিত্র কাল্পনিক’ ‘চলো পাল্টাই’,-এর মতো বেশ কিছু সিনেমা। এমনকি অভিনয়ের জন্য সেসময় তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের হাত থেকে একটি বিশেষ পুরস্কারও নিয়েছিলেন। তাঁকে দেখা গিয়েছিল একাধিক বিজ্ঞাপনের মুখ হিসাবেও।
জানা যায় এক সময় ডোনা গাঙ্গুলীর কাছে ওড়িশি নাচেরও প্রশক্ষণ নিয়েছিলেন তাথৈ। কিন্তু এখন আর ক্যামেরার সামনে দেখা যায় না তাঁকে। তাই প্রিয় এই অভিনেত্রীকে মিস করেন তাঁর অনুরাগীরা। সকলেই জানতে চান এখন কি করছেন তাথৈ, কোথায় রয়েছেন তিনি? প্রসঙ্গত এরই মাঝে সদ্য শুরু হয়েছে জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি ডান্স বাংলা ডান্স।
দীর্ঘ ১০ বছর পর এই অনুষ্ঠানে আবারও মহাগুরুর সিংহাসনে ফিরেছেন ডিস্কো কিং মিঠুন চক্রবর্তী। যা নিয়ে দর্শকদের মতোই সম্প্রতি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডান্স বাংলা ডান্সার এক কালের খুদে সঞ্চালক অরিত্র দত্ত বণিক। এদিন সোশ্যাল মিডিয়ায় পুরোনো দিনের ছবি শেয়ার করে তিনি নিজেই এ প্রসঙ্গে একটি আবেগপ্রবণ পোস্ট করেছিলেন। সেখানেই অরিত্র জানান ‘ছবিতে আমার সহ সঞ্চালক সবার প্রিয় তাথৈ, তিনি এখন মার্কিন মূলুকে কর্মরত’।