• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই কারণে আজও শাহরুখকে ক্ষমা করেননি গৌরী! দগদগে হয়ে রয়েছে তাদের ফুলশয্যার রাতের স্মৃতি

Published on:

শাহরুখ খানের (Shah rukh khan) নামে আজও কাঁপে বি-টাউন। জীবনের মাঝ সময়ে দাঁড়িয়েও বিন্দুমাত্র ভাটা পড়েনি তাঁর জনপ্রিয়তায়। এই বয়সেও অসংখ্য মহিলা ভক্ত পাগল তার জন্য। কিন্তু তাতে নিজের জায়গা থেকে এক ফোঁটাও টলেনি কিং খান। নিজের পরিবার আর স্ত্রীকে নিয়েই সুখে রয়েছেন তিনি।

রিয়েল লাইফ জুটিগুলির মধ্যে সবসময়ই পেজ থ্রির শিরোনামে থাকেন শাহরুখ-গৌরী। তাদের প্রেমটাও খানিক সিনেমারই মতো। সুখ দুঃখ ভাগাভাগি করেই বেশ কয়েকটা বছর কাটিয়ে দিলেন এই তারকা দম্পতি। শাহরুখকে বিয়ে করার পরের প্রথম কয়েকদিন মোটেই সুখকর হয়নি গৌরীর জন্য।

শাহরুখ গৌরীর বন্ধুত্বই পরবর্তীতে প্রেমের রূপ নেয়। অবশেষে, ১৯৯১ সালের ২৫ শে অক্টোবর গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। কিন্তু বিয়ের প্রথম রাতেই গৌরীর জীবনে নেমে আসে দারুণ বিপর্যয়৷ প্রতিটা মেয়ের কাছেই তার ফুলশয্যার রাত খুবই গুরুত্বপূর্ণ হয়, কিন্তু গৌরীর কপালে সে সুখ লেখা ছিলনা।

ফুলশয্যার রাতটুকুও একান্তে কাটাতে পারেননি তারা। ‘কাবাব মে হাড্ডির’ মত তাদের সেই রাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বয়ং হেমা মালিনী। কী মনে হচ্ছে তো শাহরুখের ফুলশয্যায় হেমা মালিনী কী করছেন?

আসল ব্যাপারটা খোলসা করে বলা যাক তবে। আসলে যখন শাহরুখ গৌরীর বিয়ে হয়, তখনও তিনি আজকের মতো বলিউডের বাদশা হয়ে ওঠেননি। তখন ছোট খাটো রোলেই অভিনয় করতেন তিনি। ঠিক তার ফুলশয্যার রাতেই হেমা মালিনীর সঙ্গে একটি শ্যুটিং পড়েছিল তার। আর সেই কারণে রাতেই তাকে বেরিয়ে যেতে হয় শ্যুটিং-এ। কিন্তু বিয়ের প্রথম রাত কি আর বৌ ছাড়া কাটানো যায়? তাউই অগত্যা স্ত্রী গৌরী খানকেও সেই রাত্রে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তিনি। আজও সেই রাতের তিক্ত অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি এই সেলেব দম্পতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥