• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাখে হরি মারে কে! সমুদ্রে ঝাঁপ দেওয়ার দুবছর পরেও জল থেকেই জীবন্ত উঠলেন মহিলা

এযেন লাইফ অফ পাই-য়ের পুনরাবৃত্তি। এটাও সম্ভব? ২ বছর আগে জলে ঝাঁপ দিয়েছিলেন অ্যাঞ্জেলিকা গাইতান, তারপর থেকেই বেপাত্তা তিনি। সকলে স্বভাবতই ভেবেছিল তিনি বোধহয় আর ইহজগতে নেই। কিন্তু এতো গল্প হলেও সত্যি। প্রায় ২ বছর বাদে শনিবার মাঝসমুদ্রে ভাসমান অবস্থায় কলম্বিয়ার বাসিন্দা ৪৬ বছরের অ্যাঞ্জেলিকাকে উদ্ধার করেন এক মৎসজীবী।

চাইলেই যে সবসময় মরা যায় না ফের তার দৃষ্টান্ত তৈরি করলেন অ্যাঞ্জেলিকা। তার মুখেই শোনা, নিত্যদিন স্বামীর অত্যাচার, অশান্তিতে ক্লান্ত হয়ে অবশেষে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অ্যাঞ্জেলিকা। কিন্তু এযেন কই-য়ের প্রাণ। পাক্কা দুবছর পরে পুয়েরতো কলোম্বিয়া থেকে ১.২ মাইল গভীরে অতলান্ত মহাসাগরে একটি রাবার টিউবের সাহায্যে ভেসে ছিলেন অ্যাঞ্জেলিকা গাইতান। এরপর যখন রোল্যান্ডো ভিসবাল নামের ওই মৎস্যজীবী তাঁকে উদ্ধার করেন, তখন তিনি অচৈতন্য। হাইপোথারমিয়ায় আক্রান্ত। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি নিয়ে যান হাসপাতালে।

ঐ মৎসজীবী জানান , মাঝসমুদ্রে ভাসমান মহিলাকে দেখে প্রথমে ভেবেছিলেন হয়তো কোনও কাঠের টুকরো। কিন্তু না,খানিকটা কাছে যেতেই তার ভুল ভাঙে। কেউ যেন আত্মরক্ষার জন্য হাত নেড়ে আর্তনাদ করছে। তাকে বাঁচাতে প্রাণপণে ঝড়ের গতিতে মহিলার দিকে বোট নিয়ে এগিয়ে যান ভিসবাল। এরপর জল থেকে তাঁকে টেনে তোলেন নৌকায়।

সূত্রের খবর, উদ্ধারের পর মহিলা নাকি কান্নায় ভেঙে পড়েন। এরপর খানিকটা সুস্থ হলে তিনি বলেন, ” আমার দ্বিতীয় জন্ম হল। ঈশ্বর চাননি আমার মৃত্যু হোক।”

https://www.facebook.com/rolando.v.lux/posts/10157186338341432

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥