বলিউডের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। সেই তালিকায় নাম রয়েছে বহু সুপারস্টারের ছবিরও। আমির খান, অক্ষয় কুমারের মতো সুপারস্টারদের ছবির দিক থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। এসবের মাঝেই সাউথের সুপারস্টার (South Superstar) বিজয় দেবেরাকোন্ডাকে (Vijay Deverakonda) নিয়ে ‘লাইগার’ বানিয়ে দর্শকদের মন জয় করতে চেয়েছিলেন করণ জোহর।
কিন্তু সেই ‘চাল’ একেবারেই কাজে এল না। সাউথের হিরো নেওয়া সত্ত্বেও, তৃতীয় দিনেই বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ল ‘লাইগার’ (Liger)। মুক্তির পর দুই দিন মিলিয়ে বিজয় এবং অনন্যা পাণ্ডে অভিনীত ছবিটি মাত্র ৫.৭৫ কোটি টাকা আয় করতে পেরেছে। তৃতীয় দিনের অঙ্কটা শুনলে তো অবাক হবেনই।
‘লাইগার’এর প্রথম দুই দিনের ব্যবসা দেখার পর তৃতীয় দিনের আয় সম্বন্ধে একটি অনুমান লাগিয়েছেন দর্শকরা। সেখানে দেখা গিয়েছে, দ্বিতীয় দিনের থেকেও তৃতীয় দিনে ‘লাইগার’এর আয়ের পরিমাণ কমতে চলেছে। যা দেখার পর, কপালে হাত পড়েছে করণ জোহর-সহ নির্মাতাদের। কারণ ডুবতে বসেছে কয়েকশো কোটি টাকা।
বক্স অফিসে ভালো ব্যবসা করার উদ্দেশ্য শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবার রিলিজ করা হয়েছিল বিজয়-অনন্যার ছবি। গত ২৫ আগস্ট তথা বৃহস্পতিবার মুক্তি পেলেও, চরম ফ্লপ হয়েছে এই সিনেমা। প্রথম এবং দ্বিতীয় দিনে হিন্দি বক্স অফিস থেকে যথাক্রমে ১.২৫ কোটি টাকা এবং ৪.৫০ কোটি টাকা আয় করেছে ছবিটি। এবার অনুমান করা হচ্ছে, তৃতীয় দিনে সেই অঙ্কটা এসে দাঁড়াবে ৪.১৫ কোটি টাকায়।
কয়েকশো কোটি টাকা দিয়ে নির্মিত এই ছবির বক্স অফিস কালেকশন দেখে বেশ নিরাশ হয়ে পড়েছেন ছবির নির্মাতারা। সাউথ হিরো নেওয়া থেকে শুরু করে বড় ইভেন্টের মাধ্যমে প্রচার করা- সব কিছুই করেছিলেন প্রযোজকরা। কিন্তু কাজে কিছুই এল না।
বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পাণ্ডে অভিনীত এই সিনেমা লিখেছেন এবং পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। এই ছবির মাধ্যমেই বলিউড ডেবিউ হয়েছে বিজয়ের এবং সাউথে পা রেখেছেন অনন্যা। গত ২৫ আগস্ট হিন্দির পাশাপাশি দক্ষিণের বেশ কয়েকটি ভাষাতেও ছবিটি মুক্তি পেয়েছিল। ‘লাইগার’এ বিজয়-অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রনিত রায়, রাম্যা কৃষ্ণণ, মকরন্দ দেশপান্ডের মতো শিল্পীরা।