• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝুলি ভর্তি ফ্লপের পরেও অক্ষয়ের ডিমান্ড তুঙ্গে! পরপর ১২টি বিগ বাজেট সিনেমা নিয়ে আসছেন আক্কি

চলতি বছর অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত তিনটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’এর পর ফ্লপ হয়েছে ‘রক্ষা বন্ধন’ও। তবে তা সত্ত্বেও এখনও কিন্তু অভিনেতার বিশাল ডিমান্ড রয়েছে নির্মাতাদের মধ্যে। ব্যাক টু ব্যাক ৩টি ফ্লপ সিনেমার পরও এখন অক্ষয়ের হাতে রয়েছে ১২টি বিগ বাজেট সিনেমা। আজকের প্রতিবেদনে আক্কির হাতে থাকা ১২টি সিনেমার নাম তুলে ধরা হল।

রাম সেতু (Ram Setu) – অক্ষয় কুমারের এই ছবিটি সম্প্রতি বিতর্কে জড়িয়েছিল। আগামী ২৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। পরপর তিনটি ফ্লপের পর এই ছবির হাত ধরেই ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন বলিউডের ‘খিলাড়ি’।

   

Ram Setu movie

ও মাই গড ২ (Oh My God 2) – অক্ষয় কুমার অভিনীত ‘ও মাই গড ২’এর পোস্টার প্রকাশ্যে এসেছে। আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। তবে জানিয়ে রাখা প্রয়োজন, নির্মাতাদের তরফ থেকে এখনও ছবির রিলিজ ডেট ঘোষণা করা হয়নি।

Oh My God 2

ক্যাপসুল গিল (Capsule Gill) – অক্ষয়ের এই সিনেমাটি জসবন্ত সিং গিলের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ‘ক্যাপসুল গিল’ও আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আক্কি অনুরাগীরা দীর্ঘদিন ধরে এই ছবির জন্য অপেক্ষা করছেন।

Capsule Gill

গোর্খা (Gorkha) – আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমার নামও তালিকায় রয়েছে। এই ছবি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। শুধু এটুকু জানা গিয়েছে যে এই ছবিটি দেশাত্মবোধক একটি সিনেমা হতে চলেছে। আগামী বছর আগস্ট নাগাদ রিলিজ হতে পারে এই সিনেমা।

Gorkha

সেলফি (Selfiee) – বলিউড সুপারস্টারের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন ‘কিসিং গড’ ইমরান হাশমিও। সাউথের সুপারহিট ছবির হিন্দি রিমেক এটি। আগামী বছর ২৩ ফেব্রুয়ারি রিলিজ হবে এই সিনেমা।

Selfie movie

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ (Bade Miyan Chote Miyan)- অক্ষয় কুমারের এই বিগ বাজেট সিনেমা নিয়ে দীর্ঘ সময় ধরে চর্চা চলছে। এই ছবিতে আক্কির সঙ্গেই টাইগার শ্রফকেও দেখা যাবে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

Akshay Kumar and Tiger Shroff

সুরারাই পত্রু (Soorarai Pottru)- সাউথের ব্লকবাস্টার ছবি ‘সুরারাই পত্রু’র হিন্দি রিমেকে অক্ষয় কুমারকে দেখা যাবে। যদিও এই ছবির রিলিজ ডেট এখনও সামনে আসেনি। তবে জানা গিয়েছে, আক্কির সঙ্গেই এই ছবিতে দেখা যাবে সাউথের ‘সুরারাই পত্রু’র নায়ক সুরিয়াকে।

Soorarai Pottru Remake

জলি এলএলবি ৩ (Jolly LLB 3)- অক্ষয় কুমার, হুমা কুরেশি অভিনীত ‘জলি এলএলবি ২’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এবার আসতে চলেছে সেই ছবির সিক্যুয়েল। শোনা গিয়েছে, এই ছবিতে অক্ষয়ের সঙ্গেই ‘জল এলএলবি’ অভিনেতা আরশাদ ওয়ার্সিকেও দেখা যাবে।

Jolly LLB 3

স্কাই ফোর্স (SkyForce)- অক্ষয়ের এই সিনেমা নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা লেগেই রয়েছে। এয়ারফোর্সের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আগামী বছরের শুরু থেকে শুরু হবে ‘স্কাই ফোর্স’এর শ্যুটিং।

Akshay Kumar

সি শঙ্করন (C Sankaran)- জাস্টিং সি শঙ্করনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই সিনেমা। এই ছবিতে আক্কির সঙ্গেই অভিনয় করবেন অনন্যা পাণ্ডে। সম্প্রতি ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যার কারণ হিসেবে অক্ষয় এবং অনন্যাকে দায়ী করা হয়েছিল।

Akshay Kumar

খেল খেল মে (Khel Khel Mein)- মুদসসর আজিজ পরিচালিত কমেডি ঘরানার এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। তবে এই ছবির কাহিনী নিয়ে এখনও খোলসা করে কিছু বলা হয়নি। এমনকি ছবির কাস্ট কী হতে চলেছে সেই বিষয়েও কিছু বলা হয়নি।

Akshay Kumar

সিংঘম ৩ (Singham 3)- বলিউডের অন্যতম হিট ফ্র্যাঞ্চাইজি ‘সিংঘম’এর তৃতীয় সিনেমা আসতে চলেছে। পরিচালকের আসনে থাকবেন রোহিত শেট্টিই।

Akshay Kumar and Rohit Shetty

শোনা গিয়েছে, অজয় দেবগণ অভিনীত এই সিনেমায় ‘সূর্যবংশী’ অক্ষয়কেও দেখা যাবে। দর্শকদের অনুমান, ক্যামিও চরিত্রেই দেখা যাবে অভিনেতাকে।