• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুড স্যুইং! রেগে লাল হয়েও খিলখিলিয়ে হেসে উঠলেন এনা সাহা, ভাইরাল ভিডিও

Published on:

এনা সাহা (Ena saha) মানেই পুরুষদের মনে ঝড়। ফ্যাশানিস্তা এনা সবসময়ই হাজির হন নিত্যনতুন অবতারে। সম্প্রতি মরু শহর দুবাইতে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানে গিয়ে প্রকৃতির সাথে নিজেকে ‘হট অবতারে’ মেলে ধরছেন এনা। লাল বিকিনি, সাদা ট্রান্সপারেন্ট শ্রাগ, লাল লিপস্টিকে নীল সমুদ্রের মাঝে ইয়ার্টে শুয়ে রোদ পোহালেন টলিউডের নয়া সেনসেশন এনা। লাল লিপস্টিকে তিনি যেন সেক্স বোম্ব। তার উন্মুক্ত উরু শীতের দিনেও ছড়ালো উষ্ণতা।

Ena Saha

ধারাবাহিক দিয়েই কেরিয়ার শুরু করে গোটা ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা বেশ পোক্ত করে ফেলেছেন এনা সাহা। তার হাসিতেই পিছলে যায় কোটি কোটি পুরুষ মন। একটা সময়ে ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন তিনি। ‘সুভাষিনী’, ‘বউ কথা কও’, ‘বন্ধন’, ‘মা, তোমায় ছাড়া ঘুম আসে না’— প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে বাংলার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি।

Ena Saha

টলিপাড়ার এই মিষ্টি মেয়েকে দেখার জন্য মুখিয়ে থাকেন তার অনুরাগীরা। অভিনেত্রী সোশ্যাল লাইফে বেশ সক্রিয়। আর সোশ্যাল মিডিয়াতে ১০ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে এনা সাহার। প্রতিনিয়ত নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নিজের ছবি দিয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।

এনা সাহা Ena Saha ভাইরাল ভিডিও Viral Video

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এনা। যেখানে দেখা যাচ্ছে প্রথমেই রেগে আগুন হয়ে গেলেন এনা, পরক্ষণেই খিলখিলিয়ে হেসে উঠলেন তিনি, তারপর হঠাৎই কেঁদেও ফেললেন শেষে ভেঙিয়ে দিলেন জিভ।

 

 

View this post on Instagram

 

A post shared by Ena Saha (@ena1996gemini)

তার মুড স্যুইংয়ের এই ভিডিও শেয়ার করে এনা ক্যাপশনে লিখেছেন,’ আমার রোজকার ৪ টে মুড’। ভিডিও শেয়ার করতেই তুমুল ভাইরাল হয়েছে নিমেষে। কমেন্ট বক্সে অভিনেত্রীর জন্য উঠে এসেছে ‘কিউট’, ‘সুইট’, ‘মিষ্টি’ এমন রকমারি কমপ্লিমেন্ট৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥