টলিউডের (Tollywood) অভিনেত্রী এনা সাহা (Ena Saha)। টলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী। একাধিক বাংলা ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী। মিষ্টি আর সুন্দরী অভিনেত্রীকে বেশ পছন্দ বাঙালিদের।
অভিনেত্রী সোশ্যাল লাইফে বেশ সক্রিয়। আর সোশ্যাল মিডিয়াতে সাড়ে ১০ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে এনা সাহার। প্রতিনিয়ত নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আর নিজের ছবি দিয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।
কিছুদিন আগে দুবাইতে উড়ে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকে একেরপর এক ছবি ও ভিডিও শেয়ার করেছেন এনা সাহা। কখনো বোল্ড ওয়েস্টার্ন পোশাকে দুবাইয়ের রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন।
আবার কখনো দুবাইয়ের বিচে খোশ মেজাজে ছবি শেয়ার করেছেন। সেখানে সমুদ্রের মাঝে একটি ইয়ট ভাড়া করেছিলেন অভিনেত্রী। আর ইয়টে করেছে বোল্ড ফটোশুট।
বাঘছাল পোশাকে চরম বোল্ডনেসের সাথে করেছেন ফটোশুট। যা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। আর সেই ছবি শেয়ার হতেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।
সম্প্রতি অভিনেত্রী এনা সাহা আবারো কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে সমুদ্রের জলরাশির মাঝে বেশ ঢিলে ঢালা পোশাকে বোল্ড লুক নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। হলুদ রঙের টপের সাথে এনার পরনে রয়েছে নীল রঙের টাইট শর্ট।
সাথে টপের ফাক দিয়ে উঁকি দিচ্ছে অভিনেত্রীর সুগভীর বিভাজিকা। যা ছবিটির বোল্ডনেসের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। আর এনা সাহার শেয়ার করা এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ দ্রুতগতিতে ভাইরাল হয়ে পড়েছে।