• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজটাকে ভালোবাসো, শুধু টাকার পেছনে দৌড়ালে শেষ হয়ে যাবে! বলি তারকাদের একহাত নিলেন ইমরান হাশমি

Published on:

Emraan Hashmi takes a dig about bollywood actors says love your work

বলিউডের (Bollywood) ঝাঁ চকচকে গ্ল্যামার সবসময় অনুরাগীদের আকর্ষণ করে। কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যে ঠিক কতটা কঠিন, তা হয়তো অনেকেই জানেন না। প্রতিদিন সেখানে টিকে থাকার লড়াই হয়। সম্প্রতি এই বিষয়ে নিজের মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)।

‘জন্নত’, ‘রাজ’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা’ খ্যাত অভিনেতার মতে, প্রত্যেক অভিনেতার মধ্যে আরও ভালো কাজ করার খিদেটা থাকতে হবে। নাহলেই এই ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ লড়াই চলে, সেই লড়াই থেকে বাদ পড়ে যেতে হবে। ইমরানের মতে, ২০০০ সাল থেকে তাঁর ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পাড়ার একটাই কারণ যে তিনি নিজের কাজকে ভালোবেসেছেন। আর এই কারণেই বিভিন্ন ধরণের চরিত্রেও অভিনয় করতে পেরেছেন।

Emraan Hashmi

বলিপাড়ায় রোজ কোনও না কোনও অভিনেতা-অভিনেত্রীর ডেবিউ হচ্ছে। এছাড়া তারকা সন্তানরা তো রয়েছেনই। তাই সেখানে টিকে থাকতে যে জব্বর কম্পিটিশন হয়, এবিষয়ে কোনও সন্দেহ নেই। ইমরানের মতে, ‘অভিনেতারা এমনিতেই খুব নিরাপত্তাহীনতায় ভোগেন। যারা বলেন ভোগেন না, তাঁরা মিথ্যা বলেন। তুমি যদি সবসময় তৈরি না থাকো, তাহলে অন্য কেউ এসে তোমার জায়গা নিয়ে নেবে। সেই লাইনে কেউ না কেউ দাঁড়িয়েই রয়েছে। একজন নতুন অভিনেতা কিংবা পুরনো- যে কেউ হতে পারে। এখানে এই পরিমাণ লড়াই হয়’।

শুধু এটুকুই নয়, ইমরান বলিউডে টিকে থাকার একটি মন্ত্রও বলেছেন। অভিনেতার মতে, খ্যাতি এবং অর্থের পিছনে দৌড়লে হবে না। বরং নিজের কাজকে ভালোবাসতে হবে। এইভাবেই এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায়। নাহলে নয়। বলিপাড়ার ‘সিরিয়াল কিসার’এর মতে, খ্যাতির পিছনে দৌড়নো একেবারেই ঠিক নয়। সিনেমা এবং সিনেমা তৈরির প্রতি ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরী’।

Emraan Hashmi

ইমরান কেরিয়ারের প্রথমদিকে ‘গ্যাংস্টার’, ‘জন্নত’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’য়ের মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছিলেন। কেরিয়ারের দ্বিতীয়ার্ধে ‘সাংহাই’, ‘ঘনচক্কর’এর মতো ড্রামা জঁরের সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। ২০১৯ সালে ‘বার্ড অফ ব্লাড’এর হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ হয়েছে তাঁর। এরপর ইমরানকে সলমন খান-ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥