সোশ্যাল মিডিয়াতে আজকাল ভাইরাল জিনিসে ছড়াছড়ি। কখনো ভাইরাল ছবি (Viral Photo) তো কখনো ভাইরাল ভিডিও (Viral Video) হামেশাই চোখে পরে। আর যদি কোনো বিশেষ ব্যক্তি তা শেয়ার করেন তাহলে তো আর কথাই নেই। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পরে ছবি বা ভিডিও। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। বিখ্যাত শিল্পপতি আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) সামাজিক মাধ্যম টুইটারে একটি ছবি টুইট করেছেন। আর শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে ছবিটি।
আসলে আনন্দ মহিন্দ্রা হলেন গাড়ি নির্মাতা মাহিন্দ্রার কর্নধার। সুতরাং সোশ্যাল মিডিয়াতে তার অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। আর আনন্দ মাহিন্দ্রার মত একজন যদি কোনো ছবি বা ভিডিও শেয়ার করেন তাহলে তা ভাইরাল হবারই কথা। আনন্দ মাঝে মধ্যেই নানান ধরণের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর এবার তিনি এক হাতির ছবি শেয়ার করেছেন।
ছবিতে একটি হাতিকে (Elephant) রাস্তা দিয়ে হেটে যেতে দেখা যাচ্ছে। তবে মজার ব্যাপার হল হাতিটি মানুষের মত শার্ট প্যান্ট পরে রয়েছে। কি অবাক হলেন? আসলে পশুদেরকেও অনেক সময় জামা কাপড় পড়ানো হয়। তেমনি হাতির মালিক হাতিটির জন্য বড় সড় করে একটি জামা ও প্যান্ট বানিয়েছেন। আর সেই জামা প্যান্ট পড়িয়েই রাস্তা দিয়ে হাতিয়ে নিয়ে যাবার সময় কোনো এক ব্যক্তি এই ছবিটি তুলে শেয়ার করেন।
আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই প্যান্ট শার্ট পরা হাতির ছবি ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি। ইতিমধ্যেই ৩০হাজারেরও বেশি লাইকে পড়ে গিয়েছে ছবিটিতে। আর লাইকের পাশাপাশি অনেকেই নিজেদের মন্তব্যও জানিয়েছেন ছবিটি দেখে।
Incredible India. Ele-Pant… pic.twitter.com/YMIQoeD97r
— anand mahindra (@anandmahindra) March 3, 2021