আজকাল ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়াতে রোজই কিছু না কিছু ভাইরাল হচ্ছে। হাসি মজার ভিডিও থেকে শুরু করে অবাক করা সমস্ত কান্ড কারখানার ভিডিও। তো কখনো ভয়ঙ্কর সমস্ত ভিডিও ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই আবার সামাজিক মাধ্যমগুলোকে প্রতিভা প্রকাশের জন্য ব্যবহার করছেন কারণ সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে খুব কোন সময়েই অনেক বেশি মানুষের কাছে পৌঁছে বেশ জনপ্রিয়তা লাভ করা যায়।
ভাইরাল হওয়া এই সমস্ত ভিডিওগুলির মধ্যে মানুষ এছাড়াও পশু পাখির ভিডিও মজার সব কান্ড কারখানা দেখা যায়। এই যেমন ধরুন সম্প্রতি এক হাতির (Elephant) ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। হাতিটির কান্ড কারখানা অবশ্য ভাইরাল হবার মতোই। পুলিশ যেমন নাক চেকিং করে ঠিক তেমনি করে বাস দাঁড় করিয়ে কলা (Banana) চুরি করে নিচ্ছে এই হাতিটি।
বাসের ড্রাইভের জানলা দিয়ে নিজের শুড় গলিয়ে রীতিমত টানা টানি করে ছিনিয়ে নিলো কলার কাঁদি। বাসের ভেতরে থাকা এক যাত্রী এই গোটা ঘটনাটির ভিডিও করে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। শেয়ার করার পর ভিডিওটি ধীরে ধীরে ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা তো হাতির বুদ্ধি আর কান্ড কারখানা দেখে একেবারে হতবাক। ইতিমধ্যেই ভিডিওটির দর্শকের সংখ্যা ১০ লক্ষ চাপিয়ে গেছে। ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন বন্যা প্রাণীরা খাবারের তাগিদেই এধরণের কান্ড করে তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা উচিত।
Daylight robbery on a highway. A forward. pic.twitter.com/QqGfa90gF5
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 11, 2020