পৃথিবীতে মানুষই শুধুমাত্র এমন জীব নয় যাদের বোধ শক্তি আছে। এই ঘটনার প্রমান অনেক সময় অনেকবার পাওয়া গিয়েছে। এমন বহু ঘটনার ভাইরাল ভিডিও (Viral Video) গুলি উদাহরণ স্বরূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে। রোজ হাজারো ভাইরাল ভিডিও এর ভিড়ে রয়েছে এই ঘটনাগুলির প্রমাণ। যেমন ধরুন সমুদ্রের মাঝে ডুবন্ত কোনো ব্যক্তিকে বাঁচিয়ে পাড়ে নিয়ে আসে কোনো ডলফিন বা হয়তো তাকে ভেসে থাকতে সাহায্য করে।
অনেক প্রাণীই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দে মানুষের বিপদের সময়ে। বাড়িতে যদি পোষ্য হিসাবে কুকুর থাকে তাহলে তো আর বলে বোঝাতে হবে না যে সে মালিকের জন্য কি করতে পারে! সম্প্রতি এক অবিশ্বাস্য ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে এক মানুষের প্রাণ বাঁচাতে তুমুল বেগে বয়ে যাওয়া নদীতে ঝাঁপ দিয়েছে এক বাচ্চা হাতি।
যেমনটা দেখা যাচ্ছে, কোনো এক ব্যক্তি খরস্রোতা নদীতে কোনোভাবে আটকে পড়েছেন। নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে উঠতে পারেননি ওই ব্যক্তি। তাই নদীর স্রোতে ভেসে চলেছেন। এমন সময় নদীর পাশে থাকে এক বাচ্চা হাতি (Baby Elephant) ওই ব্যক্তিকে বাঁচাতে ঝাঁপিয়ে পরে জলের মধ্যে। স্রোতের এতটাই বেগ ছিল যা বাচ্চা হাতিটিও নিজের ভারসাম্য বজায় রাখতে বেশ কষ্ট করছিলো। তবু ওই ব্যক্তিকে বাঁচাতে এগিয়ে যায় হাতিটি।
ব্যক্তিটির কাছে পৌঁছে, তার কাছে দাঁড়িয়ে সুর দিয়ে আগলে মানুষটিকে স্রোতের ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করে বাচ্চা হাতিটি। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ড নেচার পার্কে (Thailand Nature Park)। আর ভিডিওতে যাকে ভেসে যেতে দেখা যাচ্ছে তিনি হলেই ওই নেচার পার্কার কর্মী ডেরিক। আর বাচ্চা হাতিটির নাম খাম লা, আর এই হাতিটি ডেরিকের বেশ ভালো বন্ধু। তাই বন্ধুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করতে দুবার ভাবেনি খাম লা।
Do we deserve these kind hearted animal friends? pic.twitter.com/JKDmwCD9Jf
— Ashish Chauhan (@ashishchauhan) January 17, 2021
সংবেদনশীলতা ও সহমর্মিতার নজির গড়া এই ভিডিওটি বেশ পুরোনো। তবে, এদিন BSE এর CEO আশীষ চৌহান ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের কি আরো এই ধরণের হৃদয়ের প্রাণী চাই?’ আর তার টুইটের পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি।