ইন্টারনেটের যুগে বাচ্চা থেকে বুড়ো সকলেই ভিড় জমিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে রোজই ভাইরাল হচ্ছে হাজারো ভিডিও। মজার ভিডিও থেকে শুরু করে অবাক করে দেবার মত ভিডিও সবই আছে সেখানে। আবার গোটা বিশ্বে যে প্রতিভার অভাব নেই তাও জানা যায় সোশ্যাল মিডিয়া থেকেই। হাজারো মানুষ নিজের প্রতিভা প্রকাশ করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে যা অল্প সময়েই বিশাল সংখ্যক দর্শকের নজরে পরে ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল এই ভিডিও গুলির মধ্যে প্রতিভা ছাড়াও মাঝে মধ্যেই নজরে পরে বন্ধুত্বের আজব সমস্ত নিদর্শন। এবার এরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল ভিডিওতে একটি ছোট হাতির সাথে খেলা করতে দেখা যাচ্ছে। ধরা ধরি খেলার সময় যেভাবে একে অপরকে ধরার জন্য ছোটাছুটি করে। ঠিক তেমনি ভাবেই হাতিটি কুকুরটিকে ধরার জন্য কুকুরটির পিছনে ছুটে চলেছে। সাধারণত হাতির মত বিশাকালার প্রাণী দেখলে ভয়ে অদূরে পালায় কুকুর। কিন্তু ভিডিওতে কুকুরটিও বেশ মজা করেই খেলা করছে হাতিটির সাথে।
দুই প্রজাতির প্রাণীর এধরণের বন্ধু সুলভ আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সুশান্ত নন্দ। ভিডিওটি শেয়ার করে তিনি বলেছেন, ‘ বন্ধু সমস্ত আকার ও আয়তনেই আসে।’ ভিডিওটি শেয়ার করার পর থেকে এখনো পর্যন্ত ১১ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। সাথে অনেকেই ভিডিওতে হাতি ও কুকুর মাইল ধরা ধরি খেলছে বলে মন্তব্য করেছেন।
Friends come in all size and shapes… pic.twitter.com/PaDOQzG6c4
— Susanta Nanda (@susantananda3) November 26, 2020