• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই দূর করুন কনুই ও হাঁটুর কালো দাগ, রইল ৭ দিনে কালচে ছোপ থেকেই মুক্তির অব্যর্থ উপায়

সুন্দর ও দাগহীন ত্বক (Spotless Skin) সকলেই পেতে চান। তবে অনেক সময়েই সেভাবে ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া দিন দিন বাড়তে থাকা দূষণ ও ব্যস্ততার মাঝে ত্বকের অবস্থা আরও খারাপ হয়ে পরে। নারী থেকে পুরুষ অনেকেরই ত্বকের সমস্যা দেখা যায়। বিশেষ করে হাতের কনুই ও পায়ের হাঁটু বা গোড়ালিতে কালচে দাগ (Dark Spot in Elbow and Knee) মত হয়ে যায়। তবে চিন্তা নেই আজ আপনাদের জন্য কনুই ও হাঁটুর কালো দাগ দূর করার উপায় (Remove black spots) নিয়েই হাজির হয়েছি।

আসলে আমরা মুখের বা ত্বকের যতটা যত্ন নিই তার তুলনায় কনুই বা হাঁটুতে সেভাবে ধ্যান দিতে পারি না। সেই কারণেই কিছুটা অযত্নে কালো দাগ মত হয়ে যায়। তবে চাইলে খুব সহজেই প্রাকৃতিক উপাদনের সাহায্যেই এই কালো দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন এবার সেই উপায় গুলো দেখে নেওয়া যাক।

   

ত্বকের যত্ন,লাইফস্টাইল,কালচে দাগ দূর করার উপায়,কনুইয়ের কালো দাগ,Remove Black Spot,Blackspot Removal,হাঁটু ও কনুই,কালো ছোপ,elbow and knee,black patch,beauty tips,Skin Care Tips

বেকিং সোডা, টক দই আর লেবুর রস (Baking Soda, Yogurt, Lemon Juice) : বাড়িতে থাকা উপকরণ দিয়েই সহজে কনুই ও হাঁটুর কালচে দাগ দূর করে দেওয়া যায়। এর জন্য এক চামচ বেকিং সোডা ও এক চামচ দই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সেই মিশ্রণ কালো দাগের জায়গায় ভালো করে ঘষে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে।

এছাড়া একইভাবে ১ চামচ বেকিং সোডার মধ্যে ১ চামচ লেবুর রস দিয়ে মিক্স করে সেটাকে ভালো করে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিতে পারেন। তবে দুই ক্ষেত্রেই ধুয়ে নেওয়ার পর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এভাবে সপ্তাহে দু-তিন বার করলেই কালো দাগ উধাও হয়ে যাবে ১৫ দিনের মধ্যে।

অ্যালোভেরা ও শশা (Aloevera, Cucumber) : রূপচর্চার অবিচ্ছেদ্য অংশ হল অ্যালোভেরা। এই অ্যালোভেরা দিয়ে ত্বকের সতেজতা উজ্জলতার পাশাপাশি কালো দাগও দূর করা যায়। এর জন্য ১ চামচ মত অ্যালোভেরা জেল ও ১ চামচ মত শশা থেঁতো একসাথে মিশিয়ে নিয়ে কালো দাগের জায়গায় লাগিয়ে রাখতে হবে।

Aloevera Cucumber paste

এরপর ১৫ মিনিট মত অপেক্ষা করতে হবে শুকনো হওয়ার জন্য। শুকনো হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এমনকি শুধু অ্যালোভেরাও এভাবে ব্যবহার করতে পারেন। দিনে ১ বার এভাবে করলেই ৭-১০ দিনের  দাগ উধাও হয়ে যাবে।

অ্যাপল সাইডার ভিনেগার (Apple Cider Vinegar) : ত্বকের যত্নে অ্যাপল সিডার ভিনিগার কিন্তু বেশ উপকারী। একটা বাটিতে ১ চামচ ভিনিগার আর ১ চামচ জল নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর তুলো দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে দাগের জায়গায় লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

Turmeric Besan Honey mix

হলুদ, বেসন আর মধু (Turmeric, Besan, Honey) : হলুদ, বেসন বা মধু প্রাকৃতিক এই উপাদান স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি ত্বকের যত্নের জন্যও দারুণ উপকারী। সমপরিমাণ তিনটি উপকরণ একটা পাত্রে মিশিয়ে পেস্ট মত তৈরী করে নিতে হবে। এরপর সেটাকে মেখে নিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

site