• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একতা কাপুরের সিঁথিতে সিঁদুর! কবে হল বিয়ে আর কে হল বর, ভাইরাল ভিডিওতে জল্পনা তুঙ্গে

Published on:

Ekta Kapoor Anita Hassanandani

একতা কাপুর (Ekta Kapoor), বলিউডের বিখ্যাত প্রযোজকদের মধ্যে একজন তিনি। বহু টেলিভিশন সিরিয়াল থেকে শুরু করে বলিউডের ছবি প্রযোজনা করেছেন একতা। বিখ্যাত এই প্রযোজককে মাঝে মধ্যেই খবরের শিরোনামে দেখতে পাওয়া যায়। একসময় বলিউডের আরেক বিখ্যাত প্রযোজক করণ জোহরের (Karan Johar) সাথে একতা কাপুরের সম্পর্ক নিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছিল বি-টাউনে। এমনও কথা উঠেছিল যে করণ ও একতা বিয়ে করতে চলেছেন, তবে এখনও পর্যন্ত বিয়ে করেননি একতা।

একতা কাপুর সোশ্যাল লাইফে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজের ও নিজের কাজের ছবি ও ভিডিও শেয়ার করেন একতা। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন একটা কাপুর। ভিডিওতে সদ্য মা হওয়া অনিতা হাসানান্দানিকে (Anita Hassanandani) কংগ্রাচুলেট করতে দেখা যাচ্ছে একতা কাপুরকে।

মঙ্গলবার মা হয়েছেন অনিতা হাসানান্দানি, এদিন সদয় মা হওয়া অনিতার সাথে দেখা করতে হাজির হয়েছিলেন একতা। সেখান থেকেই ভিডিও শেয়ার করেছেন একটা কাপুর, আর ক্যাপশনে লিখেছেন ওয়েলকাম টু মাম্মি ড্যাডি ক্লাব। একতা কাপুরের এই ভিডিও শেয়ার হবার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Ekta Kapoor Anita Hassanandani

তবে, শুধুই যে অনিতা হাসানান্দানিকে কংগ্রাচুলেট করেছেন একতা তা কিন্তু নয়। ভিডিওতে একতা কাপুরের মাথায় সিঁদুর দেখতে পাওয়া গিয়েছে। একতা কাপুরের মাথায় যে সিঁদুর রয়েছে তা বেশ স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে। আর এই ভিডিও দেখেই রীতিমত শুরু হয়ে গিয়েছে জল্পনা। তবে কি বিয়ে করলেন একতা কাপুর!

 

View this post on Instagram

 

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

এতদিন সকলেই জানত একতা কাপুর অবিবাহিত। সারোগেসির সাহায্যে একটা একটি ছেলের মা হয়েছেন ঠিকই, তবে বিয়ে করেননি। একটার ছেলের নাম রবি কাপুর। কিন্তু এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে শুরু হয়েছে জল্পনার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥