• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাধিক ব্যক্তির সাথে যৌনতায় মেতে ওঠেন একতা কাপুর! বিস্ফোরক মন্তব্য বিখ্যাত প্রযোজকের

Published on:

একতা কাপুর Ekta Kapoor

টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির বিখ্যাত প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। একাধিক জনপ্রিয় টেলিভিশন পরিচালনা করেন একতা কাপুর। যার মধ্যে রয়েছে ‘কাসৌতি জিন্দেগী কি’, ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’, ‘নাগিনের’ মত সিরিয়াল যা দর্শকদের কাছে বিশাল জনপ্রিয়তা পেয়েছে।

একতা কাপুর Ekta Kapoor

সম্প্রতি নতুন বছরের আগমনে অনেকেই নিজেদের নিউ ইয়ার রেজোলিউশন সন্মন্ধে বলেছেন। আসলে প্রতি বছরই এমনটা হয়ে থাকে, নতুন বছরের শুরুতে কিছু প্রতিজ্ঞা করেন অনেকেই। যদিও তার কতটা বছরের শেষ পর্যন্ত রাখতে পারেন তাতে সন্দেহ রয়েছে বিস্তর। অনেকেই নিজেকে ফিট করে তুলবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন, অনেকে আবার মদ সিগরেট ছাড়ার প্রতিজ্ঞা করেন।

একতা কাপুর Ekta Kapoor

বলিউডের অনেক সেলিব্রিটিরাও এই নিউ ইয়ার রেজোলিউশন নিয়ে থাকেন। এবার টিলিভিশন জগতের বিখ্যাত প্রযোজক একতা কাপুর তার নিজের নিউ ইয়ার রেজোলিউশনের কথা জানালেন। বছরের  প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি তিনি নিজের এবছরের গোল গুলি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।

একতা কাপুর Ekta Kapoor

অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে লিখেছিলেন যে তিনি এবছর থেকে মদ্যপান ও সিগারেট খাওয়া ছেড়ে দেবেন। সাথে একতা লেখেন একাধিক ব্যাক্তির সাথে ঘন ঘন যৌন সম্পর্কে জড়িয়ে পড়বেন না। তবে কি বিখ্যাত টেলিভিশন প্রযোক যৌনতায় আসক্ত! যদিও এর ঠিক পরের লাইন গুলিতেই একেবারে ৩৬০ ডিগ্রি উল্টে যান একতা কাপুর। পরের লাইনে তিনি লেখেন ২রা জানুয়ারিতে আমি মিথ্যা বলা বন্ধ করার জন্য থেরাপিতে ভর্তি হব।

একতা কাপুর Ekta Kapoor

বিখ্যাত প্রযোজকের সোশ্যাল মিডিয়াতে এই প্রকার নিউ ইয়ার রেজোলিউশন দেখে অনেকেরি চোখ কপালে উঠেছে। অনেকে আবার একতা কাপুরকে নিয়ে কটাক্ষও করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥