• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাধিকাকে মেরে ফেলবে লীনা গাঙ্গুলি! ‘এক্কা দোক্কা’র নতুন ট্র্যাক নিয়ে গভীর চিন্তায় দর্শকেরা

লেখিকা লিনা গাঙ্গুলী লেখা জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম হলো স্টার জলসা (Star Jalsha) ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এমনিতে লীলা গাঙ্গুলী সিরিয়াল মানেই তা নিয়ে চর্চা তো হবেই। এই সিরিয়ালটিও তার ব্যতিক্রম নয়। সিরিয়ালের নায়িকা রাধিকাকে (Radhika) নিয়েই এখন যত চিন্তা দর্শকদের। ধারাবাহিকে এই রাধিকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)।

দর্শক মহলে নজর করা ফ্যান ফলোইং রয়েছে এই টেলি অভিনেত্রীর।  সিরিয়ালের নায়িকা হয়েও দর্শকমহলে তাঁর জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। যা রীতিমতো সিনেমার নায়িকাদের কাছে ঈর্ষণীয়। রাধিকাকে নিয়ে অনুরাগীদের পাগলামির কথা নতুন করে আর কি বা বলবো! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনেত্রীর ফ্যান পেজ গুলির দিকে তাকালেই তা বোঝা যায় হামেশাই।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,গর্ভবতী,Pregnant,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,মৃত্যুর ট্র্যাক,Death Track,দর্শকদের কল্পনা,Audience Prediction,লীনা গাঙ্গুলি,Leena Ganguly

বর্তমানে স্টার জলসার চর্চিত সিরিয়াল ‘এক্কা দোক্কা’য় দেখা যাচ্ছে পোখরাজের সাথে ডিভোর্সের পর আচমকাই  প্রেগনেন্ট হয়ে পড়েছে রাধিকা। অন্যদিকে রাধিকার এই অবস্থার কথা জানতে পেরে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর অনির্বাণ গুহও। কিন্তু আদতে রাধিকা প্রেগন্যান্ট নয়। আর আসল সত্যিটা না জেনেই অকারণে সবাই দোষারোপ করছে রাধিকাকে।

Ekka Dokka Radhika Pregnanat Troll Pokhraj Anirban

আসলে রাধিকার পেটে টিউমার হয়েছে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাধিকা ফ্যানরা।আসলে লেখিলা লীনা গাঙ্গুলির ট্র্যাক রেকর্ডেই আছে সিরিয়ালের নায়ক নায়িকাদের মেরে ফেলা। তাই এবার রাধিকার সাথেওযে তেমনটা হবে না সেই গ্যারান্টি নেই। এমন আশঙ্কা থেকেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন রাধিকা ভক্ত একটি পোস্ট করেছিলেন।

Ekka Dokka Radhika, Sonamoni Saha, Sonamoni Saha retirement

সেই পোস্টে তিনি লিখেছেন ‘আমাদেরই যত চিন্তা রাধিকা কে নিয়ে। লীনা পিসির সিরিয়াল গুলোই হয় এই ধরণের। সব মরে যায়। এইবার রাধিকার কি হবে লীনা পিসি। হয় রাধিকা কে মারতে হবে, না হয় সবাই রাধিকাকে ভুল বুঝছে যখন তখন লাম্প অপারেশান করিয়ে রাধিকা ঘুড়ে দাঁড়িয়ে সবাই কে মুখের মত জবাব দেবে যারা যারা ওকে অপমান করেছে’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,গর্ভবতী,Pregnant,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,মৃত্যুর ট্র্যাক,Death Track,দর্শকদের কল্পনা,Audience Prediction,লীনা গাঙ্গুলি,Leena Ganguly

সেইসাথে তিনি আরও লিখেছেন ‘একমাত্র ওর বাবা ছাড়া। এবার সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে গেলে সবাই তখন বুঝবে। লীনা পিসি যদি দয়া করে এই ভাবে ব্যাপার টা ভাবেন তো ভাল হয়।’ অন্যদিকে রাধিকার প্রেগন্যান্ট হওয়া নিয়ে রসিকতা করে একজন লিখেছেন ‘পৃথিবীর প্রথম মহিলা যিনি সালোকসংশ্লেষের মাধ্যমে প্রেগন্যান্ট।’