• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমারটা আমারই, মনের মানুষ হাতছাড়া করা যাবে না, প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন সোনামণি!

Published on:

Radhika fame Sonamoni Saha Opens Up Personal Life

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন টেলি অভিনেত্রী হলেন সোনামণি সাহা (Sonamoni Saha)। দর্শক মহলে তাঁর জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। যা টলিউড অভিনেত্রীদের কাছে রীতিমতো ঈর্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রীকে নিয়ে যে কি লেভেলের পাগলামি চলে তা সত্যিই নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল।

বর্তমানে তিনি অভিনয় করছেন লীনা গাঙ্গুলীর লেখা আরও একটি জনপ্রিয় সিরিয়ালে। ইদানিং স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) সিরিয়ালে প্রধান নায়িকা রাধিকা (Radhika) চরিত্রে অভিনয় করছেন সোনামণি। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ধারাবাহিকের শুরুতে রাধিকার সাথে প্রথম বিয়ে হয়েছিল পোখরাজের।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Ekka Dokka,এক্কা দোক্কা,Radhika,রাধিকা,Sonamoni Saha,সোনামনি সাহা,Personal Life,ব্যক্তিগত জীবন,Love Life,প্রেম,Relationship,সম্পর্ক

কিন্তু গল্পের মোড় ঘোরাতে রাধিকা পোখরাজের ডিভোর্সের পর রাধিকার জীবনে নতুন নায়ক অনির্বাণ আসার পর দর্শকদের দাবিতেই পোখরাজের জীবনেও আসে নতুন নায়িকা রঞ্জাবতী। ইতিমধ্যেই বিয়েও হয়ে গিয়েছে তাঁদের। অন্যদিকে রাধিকার সাথেও অনির্বাণের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু মাঝখান থেকে হঠাৎ করেই ঘেঁটে যায় সবটা।

Radhika Pokhraj divorce

সিরিয়ালের প্লট অনুযায়ী রাধিকা এখন তাঁ পর্দার দিদির বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত। এরইমধ্যে সম্প্রতি টলি টাইম নামে একটি ইউটিউব চ্যানেলের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়ে রাধিকার মতোই বাস্তব জীবনেও যদি তাঁর মনের মানুষ অন্য কাওকে বিয়ে করে নিত তাহলে তাঁর কি প্রতিক্রিয়া হত?

Ekka Dokka Radhika pokhraj Bublu Audience praise

জবাবে সোনামণি এদিন হাসিমুখেই বলেন ‘যেটা আমার সেটা আমারই, মনের মানুষ হাতছাড়া করা যাবে না। মনের মানুষকে অন্য কেউ বিয়ে করলে সব তছনছ করে দিতাম!’ সেইসাথে এদিন সোনামণি জানান তাঁর জীবনে প্রেম এসেছে বহুবার।  ছোটবেলায় তিনি বহুবার টিচারদের প্রেমে পড়েছেন।

এছাড়া জীবনে নেওয়া ভুল সিদ্ধান্তের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন অভিনেত্রী জানান তাঁর  জন্য কোনদিন আফসোস হয়নি। জীবনে যখন যে পরিস্থিতি এসেছে সবটাই সামলে  তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥