অবশেষে স্টার জলসার পর্দাতেই ফিরল ‘মোহর’ (Mohor) খ্যাত প্রতীক-সোনামণির (Pratik-Sonamoni) ‘সোনাতিক’ (Sonatik) ম্যাজিক। প্রতিশ্রুতি মতোই লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’য় (Ekka Dokka) ডক্টর গুহ’র (Doctor Guha) চরিত্রে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর এন্ট্রি নেওয়ার একটি নতুন প্রোমো ভিডিও (New Promo Video)।
‘এক্কা দোক্কা’ সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন রাধিকা পোখরাজের থেকে দূরে চলে গিয়েছে। ইন্টার্ন হিসাবে অন্য হাসপাতালে যোগ দিয়ে সে একটা নতুন জীবন শুরু করতে চলেছে। সেখানেই ডাক্তার গুহ চরিত্রে দেখা যাচ্ছে ‘মোহর’ খ্যাত শঙ্খ অভিনেতা প্রতীক সেনকে। প্রকাশ্যে আসা প্রমোতে দেখা যাচ্ছে হাসপাতালে নতুন ইন্টার্ন হিসেবে জয়েন করে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখতে চাইছে রাধিকা।
সেখানেই দারুন নামডাক রয়েছে ডাক্তার গুহ-র। দেখা যাচ্ছে হাসপাতালে তাঁর পা রাখার সাথে সাথেই আশেপাশে থাকা সব রোগীরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাতজোড় করছে তাঁকে। যা দেখে রাধিকা মনে মনে বলতে শুরু করে ‘স্যার আসছে নাকি ভগবান আসছে’! অন্যদিকে রাধিকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই অন্য একজন হাসপাতাল কর্মীকে ডক্টর গুহ বলছেন ‘উনি কে? ওখানে সঙের মতন দাঁড়িয়ে রয়েছেন’?
তখন তিনি জানান উনি নতুন ইন্টার্ন হিসাবে জয়েন করেছে। এরপর তাকে দেখে বিরক্তি প্রকাশ করতে করতে তিনি বলেন ‘এই কারণে বলি ইন্টার্নদের যেন অ্যালাও না করা হয়। কোন কিছু না বুঝে এখানে দুমদাম করে চলে আসেন’। সেই সাথে ‘পিকুলিয়ার’ বলে কমেন্ট করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাকে ‘এই যে শুনুন’ বলে দাঁড় করিয়ে দেয় রাধিকা।
শুরুতেই পুরোনো মোহর শঙ্খ জুটির এমন দ্বন্দ্ব দেখে ভীষণ উপভোগ করেছেন সোনাতিক ফ্যানরা। বিশেষ করে ডঃ গুহর চরিত্রের শঙ্খর লুক দারুণ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। প্রতীকের এই লুক দেখে একজন ফ্যান প্রশংসা করে লিখেছেন ‘একটা হিরোর কেমন লুক দিতে হয় পিসি বুঝিয়ে দিলো’।
অন্যদিকে সিরিয়ালে নতুন হিরোর এন্ট্রি হওয়ায় আগামী দিনে পোখরাজের সাথে কি হতে চলেছে তা ভেবেই ভীষণ বিরক্ত দর্শকদের একটা বড় অংশ। এমনই একজন দর্শক লেখিকা লীনা গাঙ্গুলী এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় কে খানিকটা ব্যঙ্গ করে লিখেছেন ‘এক্কা দোক্কা থেকে পোখরাজ চরিত্র টা বাদ দিন ওর আর দরকার নাই গল্পে কোনো। কিছু একটা দুর্ঘটনা দেখিয়ে চরিত্র টাকে মেরে ফেলুন’।