• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পড়তে বসে রোম্যান্সে মত্ত রাধিকা-পোখরাজ! ‘দুজনেই ডাক্তারি পরীক্ষায় ফেল করবে’, কটাক্ষ দর্শকদের

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka)। সপ্তর্ষি মৌলিক এবং সোনামণি সাহা অভিনীত এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের বেশ পছন্দের। নতুন জুটি হলেও পর্দার রাধিকা (Radhika)-পোখরাজের (Pokhraj) রসায়ন নজর কেড়েছে দর্শকদের। ইতিমধ্যেই ‘পোধিকা’, ‘রাধিরাজ’ নামে হ্যাশট্যাগও চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

একদিকে অবশ্য যেমন ‘এক্কাদোক্কা’র জনপ্রিয়তা বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে ট্রোলিংও। রাধিকা-পোখরাজের বিয়ের পরেও ধারাবাহিকের কভারের ছবি না বদলানোর কারণে একপ্রস্থ হাসাহাসি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও বিয়ের পর প্রতিবাদী রাধিকার সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য করা দেখেও বেশ চটে গিয়েছিল দর্শকদের একাংশ। এবার আবার পড়তে বসে রাধিকা-পোখরাজের রোম্যান্স দেখে শুরু হয়েছে হাসাহাসি।

   

Radhika Pokhraj romance in between study

এমনিতেই বাংলা ধারাবাহিকগুলির বিরুদ্ধে দর্শকদের ভুরিভুরি অভিযোগ থাকে। মাঝেমধ্যেই গল্পের গরু গাছে তুলে দেওয়ার অভিযোগও শোনা যায়। ‘এক্কাদোক্কা’য় যেমন ডাক্তারির ছাত্র-ছাত্রী হওয়া সত্ত্বেও পড়তে বসে রাধিকা-পোখরাজের রোম্যান্স বড্ড অদ্ভুত ঠেকেছে দর্শকদের একাংশের।

‘এক্কাদোক্কা’র নিয়মিত দর্শকরা জানেন, পোখরাজের মা আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। রাধিকা সেবা শুশ্রূষা করে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। অপরদিকে তাঁর পরীক্ষাও রয়েছে। তাই সেই পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছে সে। অপরদিকে পোখরাজও পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মাঝখানে ঠিক রোম্যান্সের সময় বের করে নিয়েছে তাঁরা।

Radhika Pokhraj romance in between study

দর্শকরা প্রত্যেকেই জানেন, ডাক্তারির ছাত্র-ছাত্রীদের কতখানি পড়তে হয়। সেই পড়াশোনা কতটা চাপের! অথচ ‘এক্কাদোক্কা’য় দেখানো হচ্ছে, ডাক্তারির স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পরীক্ষার আগের দিন পড়াশোনা ভুলে গিয়ে রোম্যান্সে মত্ত পোখরাজ এবং রাধিকা।

স্বাভাবিকভাবেই ‘এক্কাদোক্কা’র এই ট্র্যাক দেখে নেটপাড়ায় হাসাহাসি শুরু হয়েছে। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘দু’টোই ফেল করবে’। আর একজন আবার লিখেছেন, ‘এরা নাকি মেডিক্যাল স্টুডেন্ট!’ সব মিলিয়ে পড়াশোনার মাঝে ‘পোধিকা’ জুটির রোম্যান্সের দৃশ্য যে দর্শকদের বেশ আজগুবি লেগেছে তা বুঝে নিতে কোনও অসুবিধা হচ্ছে না।