• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কথায় কথায় বৌয়ের ওপর অত্যাচার, জঘন্য সিরিয়াল! ‘এক্কা দোক্কা’র ট্র্যাক দেখে রেগে আগুন দর্শকরা

Published on:

Ekka Dokka Radhika insulted by Pokhraj Family viewers angry react after seeing promo

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। শুরু হয়েছে মাত্র কয়েকমাস হয়েছে, কিন্তু তার মধ্যেই দর্শকমনে বিশেষ স্থান করে নিয়েছে রাধিকা (Radhika)-পোখরাজের (Pokhraj) কাহিনী। ‘রাধিরাজ’ জুটির রসায়ন দারুণ পছন্দ দর্শকদের। তবে তা সত্ত্বেও সিরিয়ালের ট্র্যাক দেখে দিনদিন বাড়ছে তাঁদের রাগ।

বাংলা সিরিয়ালের বিরুদ্ধে এমনিতেই দর্শকদের মুখে বেশ কিছু অভিযোগ শোনা যায়। অতিরঞ্জিত কাহিনী থেকে শুরু করে কূটকচালি, পরকীয়া- এসব দেখে মাঝেমধ্যেই ক্ষোভ উগড়ে দেন দর্শকরা। তবে এবার এসব নয়, বরং রেগে যাওয়ার কারণ অন্য। দর্শকরা এবার ‘এক্কা দোক্কা’য় চলতে থাকা বধূ নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন।

Ekka Dokka,Ekka Dokka serial,Ekka Dokka Radhika,Ekka Dokka trolled,Bengali serial,entertainment,এক্কা দোক্কা,এক্কা দোক্কা সিরিয়াল,এক্কা দোক্কা রাধিকা,এক্কা দোক্কা ট্রোলড,বাংলা সিরিয়াল,বিনোদন

স্টার জলসায় সম্প্রচারিত এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকের অত্যাচারের সম্মুখীন হচ্ছে রাধিকা। এমনকি তাঁর শাশুড়ি নতুন বৌয়ের গায়ে বেশ কয়েকবার হাতও তুলেছে। এখন আবার রাধিকার বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগ। দিনের পর দিন ধরে বাড়ির বৌয়ের প্রতি এমন নির্যাতন হতে দেখে স্বাভাবিকভাবেই বেশ চটে গিয়েছেন দর্শকরা।

‘এক্কা দোক্কা’য় এখন দেখানো হচ্ছে, নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য শ্বশুরবাড়ির এক সদস্যের আলমারি সার্চ করে রাধিকা এবং খুঁজতে খুঁজতে প্রয়োজনীয় কাগজপত্রও পেয়েও যায় সে। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। আলমারিতে হাত দিতে দেখে রাধিকার বিরুদ্ধে ওঠে ‘চোর’ অপবাদ।

Ekka Dokka

ধারাবাহিকের সাম্প্রতিক একটি পর্বে দেখা গিয়েছে, রাধিকাকে ‘চোর’ বলে তকমা দেয় শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্য তাঁকে অপমান করছে। আর মুখ বুঝে সব অপমান সহ্য করছে সে। ‘চোর’ তকমা পাওয়া সত্ত্বেও নিজের বাবার জন্য সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করছে রাধিকা। আর তা দেখেই চটে গিয়েছেন দর্শকরা।

‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘বধূ নির্যাতন করার একটা সীমা থাকা উচিত। একটা জঘন্য সিরিয়াল। সব ভিলেন পার্টি উপস্থিত হয়েছে এই সিরিয়ালে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥