• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় দুনিয়াকে বিদায়! ‘এক্কা দোক্কা’ চলাকালীনই অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সোনামণি

বাংলা টেলি (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন সোনামণি সাহা (Sonamoni Saha)। বহু জনপ্রিয় সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। নিজের দুর্দান্ত অভিনয় ক্ষমতার মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকে অভিনয় করছেন সোনামণি।

লীনা গাঙ্গুলীর এই সিরিয়ালে সোনামণিকে দেখা যাচ্ছে রাধিকা (Radhika) চরিত্রে। অপরদিকে নায়ক পোখরাজের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। এছাড়াও কয়েক মাস আগে ডাক্তার অনির্বাণ গুহর চরিত্রে এন্ট্রি নিয়েছেন প্রতীক সেন। চোখধাঁধানো কাস্টিং হলেও টিআরপি তালিকায় প্রথম দশে স্থান না করতে পারছে না ‘এক্কা দোক্কা’। এসবের মাঝেই এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রাধিকা অভিনেত্রী সোনামণি।

   

Ekka Dokka Radhika, Sonamoni Saha, Sonamoni Saha retirement

রাধিকা-পোখরাজের সিরিয়াল টিআরপি তালিকায় কামাল না করতে পারলেও দর্শকমহলে ভালো জনপ্রিয়তা লাভ করেছে। ‘রাধিরাজ’ জুটি দারুণ পছন্দ দর্শকদের। প্রতীকের এন্ট্রির পর আবার ‘মোহর’ জুটির ম্যাজিকও ফিরে পেয়েছে দর্শকরা। সব মিলিয়ে ‘এক্কা দোক্কা’ এখন জমজমাট। তবে তা সত্ত্বেও সোনামণি জানালেন, তিনি খুব বেশিদিন কাজ করতে চান না!

‘এক্কা দোক্কা’য় এখন অঙ্কিতা-সৌম্যদীপের বিয়ের ট্র্যাক চলছে। অপরদিকে আবার রাধিকার প্রেগন্যান্সির বিষয়টিও সমানতালে দেখানো হচ্ছে। সম্প্রতি আনন্দবাজার অনলাইন পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের সেটে। সেখানে তাঁরা আড্ডা দেন কলাকুশলীদের সঙ্গে। তখনই সোনামণি নিজের অবসর নিয়ে মুখ খোলেন।

Ekka Dokka Radhika, Sonamoni Saha, Sonamoni Saha retirement

প্রথমে ‘এক্কা দোক্কা’ এবং ‘রাধিকা’ চরিত্রটি দর্শকমহলে কেমন প্রভাব ফেলেছে তা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি মনে করি, যথেষ্ট প্রভাব ফেলেছে। টিআরপির দিক থেকে দেখলে হয়তো এই ধারাবাহিক ‘মোহর’এর মতো না। তবে দর্শক রাধিকা-পোখরাজকে নিয়েও সমান আগ্রহী। আমাদের নিয়েও কিন্তু ভালো আলোচনা হয়’।

এরপর বড়পর্দায় কাজ করা প্রসঙ্গে সোনামণি বলেন, ‘আমি চেষ্টা করছি। ভবিষ্যতে ভালো চিত্রনাট্য পেলে নিশ্চয়ই কাজ করব। কিন্তু আমি খুব বেশিদিন কাজ করতে চাই না। ৪০ বছর পর্যন্ত কাজ করব। এরপর অবসর গ্রহণ করে গোটা পৃথিবী ঘুরে বেড়ানোর ইচ্ছে রয়েছে আমার’।

site