বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনামনি সাহা (Sonamoni Saha)। এই মুহূর্তে সোনামনিকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)-তে। লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়ালে রাধিকার (Radhika) চরিত্রে অভিনয় করছেন সোনামনি।
প্রসঙ্গত ছোট পর্দার অভিনেত্রী হয়েও দর্শক মহলে এই অভিনেত্রীর জনপ্রিয়তা যে কোনো টলিউড অভিনেত্রীর কাছে ঈর্ষার কারণ হতে পারে। মোহরের পর এই রাধিকা চরিত্রেও তাঁর সাবলীল অভিনয় আবারও মন জয় করে নিয়েছে দর্শকদের। নিয়মিত দর্শকরা জানেন কিছুদিন আগেই সোনামনির এই ধারাবাহিকে ডক্টর অনির্বান গুহর চরিত্রে এন্ট্রি হয়েছে মোহর খ্যাত প্রতীক সেনের।
তারপর থেকেই প্রতীকের এন্ট্রি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ধারাবাহিকের শুরু থেকেই রাধিকার বিপরীতে নায়ক পোখরাজের (Pokhraj) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা সপ্তার্ষি মৌলিক। তাই ডক্টর গুহর এন্ট্রির পর একদিকে যেমন খুশি হয়েছেন সোনাটিক জুটির ভক্তরা অন্যদিকে তেমনই নতুন নায়কের এন্ট্রি হওয়ায় প্রিয় নায়ক পোখরাজকে কম গুরুত্ব দিতে শুরু করায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে নেমেছেন পোখরাজ ভক্তরা।
এমনিতেই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড ধারাবাহিকের মাঝপথেই নায়ককে খলনায়ক বানিয়ে নতুন নায়ক নিয়ে আসা। তাই সেই আশঙ্কাতেই সিঁদুরে মেঘ দেখছিলেন ‘এক্কা দোক্কা’ সিরিয়ালের পোখরাজ ভক্তরা। তাছাড়া ভুল বোঝাবুঝির কারণে রাধিকা পোখরাজের ডিভোর্স হয়ে যাওয়ায় বহুদিন ধরেই দর্শকরা অপেক্ষা করছিলেন তাদের প্রিয় জুটি ‘রাধিরাজ’ অর্থাৎ পোখরাজ রাধিকার জুটিকে ফিরে পেতে।
অন্যদিকে ইতিমধ্যেই জানা গিয়েছে এবার ডক্টর গুহর হাত ধরেই মিল হতে চলেছে পর্দার রাধিরাজ জুটির। একথা ঠিক এই কদিনে ডক্টর গুহ রাধিকাকে এক তরফ ভালোবেসে ফেলেছে। কিন্তু তিনি পোখরাজকে কথা দিয়েছে সে নিজের দায়িত্বে এবার তাঁর সাথে রাধিকার মিল করাবে। এখন দেখার সেই দিন কৰে আসে।
এমনিতে বরাবরই সোনামনির অভিনয়ের ফ্যান তাঁর অসংখ্য অনুরাগী। আজকের পর্বে রাধিকার অভিনয় দেখে আরও একবার প্রশংসায় ভরালেন অনুরাগীরা। এদিন স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ার পর রাধিকার চোখ মুখের এক্সপ্রেশন দেখে প্রশংসায় ভরিয়ে দিয়ে একজন দর্শক সোশ্যাল মিডিয়ার পাতায় লিখেছেন ‘আজকের এপিসোডে রাধিকা যখন স্বপ্ন দেখে ভয় পেলো ওই মুহূর্তে সোনামনি সাহা দিভাইয়ের এক্সপ্রেশন গুলো অসাধারণ ছিল। কি অসাধারণ অভিনয় বলার ভাষা নেই’।