স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘এক্কা দোক্কা’য় (Ekka Dokka) ডক্টর গুহ’র (Doctor Guha) চরিত্রে সদ্য এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। আর তাতেই একেবারে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে ‘মোহর’ (Mohor) ফ্যানরা। কারণ এই ধারাবাহিকে রাধিকা (Radhika ) অভিনেত্রী সোনামনি সাহার (Sonamoni Saha)-র জীবনে নতুন নায়ক হয়েই এন্ট্রি হয়েছে প্রতীক সেনের।
যার ফলে পর্দায় আবার ‘মোহর’ (Mohor) খ্যাত প্রতীক-সোনামণির (Pratik-Sonamoni) ‘সোনাতিক’ (Sonatik) ম্যাজিক ফিরে পেয়েছেন দর্শক। প্রতিশ্রুতি মতোই এই অসাধ্য সাধন করেছেন লেখিকা লীনা গাঙ্গুলি (Leena Ganguly)। তাতে যদিও এই সিরিয়ালের প্রধান নায়ক পোখরাজ (Pokhraj) অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik) বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন।

‘এক্কা দোক্কা’ সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন রাধিকা পোখরাজের থেকে দূরে চলে গিয়েছে। ইন্টার্ন হিসাবে অন্য হাসপাতালে যোগ দিয়ে একটা নতুন জীবন শুরু করেছে রাধিকা। সেখানেই ডাক্তার গুহ চরিত্রে দেখা যাচ্ছে ‘মোহর’ খ্যাত শঙ্খ অভিনেতা প্রতীক সেনকে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো।

সেখানে দেখা যাচ্ছে রাধিকা জানাচ্ছে হাসপাতালের কয়েকজন কর্মী বসন্ত উৎসব উপলক্ষ্যে নৃত্য পরিবেশন করছেন। কিন্তু যারা নাচ করছেন তাদের মধ্যে একজনকে দেখে দর্শকাসনে বসে ডক্টর গুহ বলছেন মেয়েটি তাঁর পেশেন্ট যার কদিন আগেই অপারেশন হয়েছে। এরপরেই চেয়ার ছেড়ে উঠে গিয়ে নাচ বন্ধ করতে বলেন ডক্টর গুহ।
কিন্তু রাধিকা জানায় তাঁর কিছু হবে না। এরপরেই দুজনের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। রাধিকাকে ডক্টর গুহ বলেন ‘তুমি সব জেনে গেছ’? তখন রাধিকাও তেজ দেখিয়ে জানায় ‘তুমি নয় ,আপনি’। একথা শুনে দ্বিগুণ রেগে ডক্টর গুহ বলে ওঠে ‘শাট আপ’। যদিও এই প্রোমো দেখে অনেকেই ট্রোল করা শুরু করেছেন ,বিশেষ করে পোখরাজ ফ্যানরা।

তবে প্রশংসাও করেছেন অনেকে। নিন্দুকদের এক হাত নিয়ে এমনই একজন লিখেছেন ‘এমনিতেই যা ট্রোল তার ওপর এমন প্রোমো টিআরপি যদি কমে যাই তাহলে তো কোনো কথাই নেই। যারা অন্যান্য ফ্যান তারাও ট্রোল করতে ছাড়বে না। তাই একান্ত ভাবে আমি চাই এই ট্রাকটাতে যেনো টিআরপি বাড়ে যেমনটা লীনা পিসি আশা করেছে। প্রতীক দা কে কিছু ভেবেই এনেছে রাইটার এবার দেখা যাক শেষে গিয়ে কি হয়। তবে প্রোমো টা সত্যি সেরা’