• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতে দুর্ঘটনার কবলে পড়লেন সপ্তর্ষি-সোহিনী, ‘মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম’, জানালেন অভিনেতা

বাংলার টেলি (Television) দুনিয়া এবং নাট্য দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন্ন সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik) এবং সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। নিজেদের অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তাঁরা। এবার এই দুই তারকাই কলকাতার বুকে মা উড়ালপুলে (Maa flyover) দুর্ঘটনার কবলে পড়লেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজে সেকথা জানিয়েছেন ‘এক্কা দোক্কা’র (Ekka Dokka) পোখরাজ (Pokhraj)।

বুধবার অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় সপ্তর্ষি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। অভিনেতা লেখেন, ‘আজ মা ফ্লাইওভারে মৃত্যুর সম্মুখীন হওয়ার মতো অভিজ্ঞতা হল। অন্য একটি গাড়ির চালক আমাদের গাড়িটিকে ভুল দিক থেকে ওভারটেক করে এগিয়ে আসে। এরপর অন্য একটি গাড়িকে প্রায় ধাক্কা দিয়ে দেয়’।

   

Saptarshi Maulik and Sohini Sengupta

সপ্তর্ষির সংযোজন, ‘আর একটু হলেই আমরা সেতু থেকে পড়ে যেতে পারতাম। কিংবা অন্য কোনও বাইক আরোহীকে ধাক্কাও দিয়ে দিতে পারতাম। তবে ভাগ্যক্রমে আমাদের চালক আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। সেই গাড়ির চালককে ধরার পর আমরা বুঝতে পারি তিনি মদ্যপ অবস্থায় রয়েছে এবং গালিগালাজও করছেন’।

এই পোস্টের সঙ্গেই ‘এক্কা দোক্কা’র পোখরাজ কলকাতা পুলিশকে ট্যাগ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেছেন। অভিনেতা লিখেছেন, ‘কলকাতা পুলিশের ওপর আমাদের সুরক্ষা নির্ভর করে। অনুগ্রহ করে যথাযথ ব্যবস্থা নিন’।

Saptarshi Maulik and Sohini Sengupta

কলকাতার বুকে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটার ঘটনা একেবারেই নতুন নয়। মাঝেমধ্যেই এমন ঘটনায় প্রাণ হারান অনেকে। সপ্তর্ষি এবং সোহিনী বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। তাই তাঁরা এমন দুর্ঘটনার কবলে পড়েছিলেন শুনে অবাক হয়েছেন প্রত্যেকে। সেই সঙ্গেই প্রকাশ করেছেন উৎকণ্ঠা।

সপ্তর্ষির এই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাঁর অনুরাগীরাও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁরা এখন কেমন আছেন তা সবাই জানতে চেয়েছেন। এই সময় ডিজিটালের তরফ থেকে সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন, ‘আমরা সেন্টার দিয়েই যাচ্ছিলাম। সেই সময়ই আচমকা অন্য একটি গাড়ি এসে আমাদের এমনভাবে চেপে দিয়েছিল যে আর একটু হলেই বড় রকমের বিপদ হতে পারতো’।