• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দুম করে বিয়ে করেই চমকে দেব সবাইকে’! অফস্ক্রিনেও প্রেম জমে ক্ষীর সোনাতিক জুটির

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জন সুপারহিট জুটি হলেন প্রতীক সেন এবং সোনামণি সাহা (Sonamoni Saha & Pratik Sen)। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মোহর’-এর  নায়ক-নায়িকা মোহর-শঙ্খ চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি।

দর্শকদের কাছে তাঁদের জনপ্রিয়তা এতটাই বেশি যে রীতিমতো হিংসে হবে টলিউডের নায়ক নায়িকাদেরও।  অনুরাগীরাও ভালোবেসে তাঁদের এই জুটির নাম দিয়েছেন ‘সোনাতিক’। বর্তমানে তাঁদের দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কাতে। এই সিরিয়ালের নায়িকা রাধিকার সাথে প্রথমদিকে দারুন হিট হয়েছিল নায়ক পোখরাজের জুটি। তবে সময়ের সাথে সাথে লেখিকা লীনা গাঙ্গুলী এই সিরিয়ালের মোড় ঘুরিয়ে দেন।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,অনির্বাণ,Anirban,প্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha,বিয়ে,Marriage,রীল লাইফ,Reel Life,বাস্তব জীবন,Real Life

যার ফলে রাধিকার সাথে তার বিবাহিত স্বামী পোখরাজের মধ্যে অশান্তি তৈরি হয়। এইভাবেই দর্শকদের প্রিয় রাধিরাজ জুটি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এর ফলে রাধিকা এবং পোখরাজ দুজনের  জীবনই  বইতে শুরু করে এক অন্য খাতে। একদিকে রাধিকার জীবনে আসে ডক্টর অনির্বাণ গুহ। অন্যদিকে পোখরাজের জীবনে আসে নতুন নায়িকা রঞ্জা।

Ekka Dokka Radhika pokhraj Bublu Audience praise

প্রসঙ্গত সিরিয়ালটির যারা নিয়মিত দর্শক তারা জানেন কিছুদিন আগেই ধারাবাহিকে প্রথমে রাধিকাঅসুস্থ হয়ে পড়েছিল। সে সময় নিজের ভুল বুঝতে পেরে অনির্বাণ চিকিৎসা করে সুস্থ করে তুলেছিল রাধিকাকে। আর তারপরেই রাধিকা তাকে ভুল বুঝতে শুরু করায় এক ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল অনির্বাণ।

Ekka Dokka Radhika Anirban Mohor Sonatik New Promo

এরপর সেও এখন ধীরে ধীরে সুস্থ হওয়ার মুখে। কিন্তু এখনও তাদের মধ্যে চলছে মান অভিমানের পালা। তবে দর্শকদের অনুমান খুব শিগগিরই দর্শকদের মনের ইচ্ছা পূরণ করে রাধিকার আর অনির্বাণের মনের মিল করে তাদের বিয়ে দিয়ে শেষ করে দেওয়া হবে সিরিয়ালটি। প্রসঙ্গত অস্ক্রিনের মতো অফস্ক্রিনেও এই ‘সোনাতিক’  জুটির রসায়ন নিয়ে কম চর্চা হয় না।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,অনির্বাণ,Anirban,প্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha,বিয়ে,Marriage,রীল লাইফ,Reel Life,বাস্তব জীবন,Real Life

যদিও তারা দুজনেই একে অপরকে শুধুমাত্র ভালো বন্ধু বলেছেন। তবে অনুরাগীরা অনুমান এই বন্ধুত্বের গভীরতা এখন অনেকটাই বেড়েছে। রীল লাইফের মতই বাস্তব জীবনেও এই জুটির মিল দেখতে চান সকলে।  প্রসঙ্গত মাঝে এক সাক্ষাৎকার রহস্য জিইয়ে রেখেই সোনামণি বলেছিলেন তিনি এমন করে বিয়ে করবেন যেখানে সবাই একেবারে চমকে যাবেন।  অর্থাৎ বিয়ে করে সব্বাইকে চমকে দেওয়ার কথা বলেছিলেন সোনামণি।