• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েদের কেউ বিশ্বাস করেনা! ‘এক্কা দোক্কা’য় বাবা-রাধিকার কথায় চোখে জল দর্শকদের

Published on:

Ekka Dokka Audience Praise Radhika's acting
অল্প দিনেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে দারুন জনপ্রিয়তা পেয়েছে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। লীনা গাঙ্গুলীর লেখা এই জনপ্রিয় মেগাসিরিয়ালে রাধিকার (Radhika) চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত টেলি অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। আর তাঁর বিপরীতে নায়ক পোখরাজের (Pokhraj) পাঠ করছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)।

অল্প দিনেই দর্শকদের মন ছুঁয়েছে পর্দার রাধিকা পোখরাজের জুটি। ইতিমধ্যেই ভালোবেসে অনুরাগীরা তাদের নাম দিয়েছেন ‘রাধিরাজ’। সিরিয়ালের শুরুতে দেখা গিয়েছিল রাধিকা পোখরাজ দুজনেই মেডিকেল কলেজের ছাত্র। কিন্তু তাদের তাদের দুজনের পরিবারের মধ্যেই রয়েছে পারিবারিক শত্রুতা। যদিও তারপরেও পরিবারের অমতে গিয়ে নানান পরিস্থিতির চাপে পরিবারের অমতেই বিয়ে করেছিল রাধিকা পোখরাজ।

Radhika Pokhraj divorce

যদিও এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন রাধিকার এই বিয়ের পেছনে রয়েছে এক অন্য উদ্দেশ্য। সে তার  নিজের বাপিকে নির্দোষ প্রমাণ করতে চায়। তার জন্য এখন মিথ্যে গয়না চুরির দোষে সকলের অপমানও সহ্য করতে হচ্ছে তাকে। এতদিন পর্যন্ত দর্শক দেখেছেন পরিবারের সদস্যদের বিরুদ্ধে গিয়েও সব সময় রাধিকার পাশেই দাঁড়িয়েছে পোখরাজ।

Ekka Dokka Serial Radhika actres Sonamoni Saha opens up about Low TRP of serials

কিন্তু এখন পোখরাজও ভুল বুঝছে রাধিকাকে। এমনকি রাধিকার বাবাও তাঁকে বোঝেনি। তবে এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এমনকি মেয়েকে ভুল বোঝার জন্য এখন নিজের কাছেই নিজেকে ছোট লাগছে রাধিকার বাবার। গতকালের পর্বে একথা নিজেই জানিয়েছেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,কথোপকথন,Conversation,বাবা মেয়ে,Father Daughter,সোশ্যাল মিডিয়া,Social Media,দর্শক,Audience,প্রশংসা,Praise
আর তখনই রাধিকা বলে, ‘মেয়েদের কেউ বিশ্বাস করে না।’ কারণ খুব স্বাভাবিকভাবেই তাঁর আশা ছিল কেউ না বুঝুক বাবা অন্তত বুঝবে তাঁকে। কিন্তু তা না হওয়ায় রাধিকাও এতদিন বাবার উপর অভিমান করেছিল। কিন্তু এখন বাবা-মেয়ের সব মান-অভিমান দূর হয়েছে। কিন্তু এদিন বাবা-মেয়ের কথোপকথন শুনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শক। এমনই একজন কমেন্ট করে লিখেছেন ‘আজ বাবা-মেয়ের মুহূর্ত অসাধারণ ছিল, মন ছুঁয়ে গেল দুজনের কথা শুনে। রাধিকার একটা কথা বুকের ভিতর নাড়িয়ে দিল ‘মেয়েদের কেউ বিশ্বাস করেনা, কাছের কেউওনা’। সত্যি কথা।’
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥