• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এটা কি কাক ছাঁট? নতুন হেয়ারকাটের জেরে ‘ট্রোলড’ হতেই যোগ্য জবাব দিলেন অপরাজিতা

Published on:

Ekka Dokka actress Aparajita Ghosh Das replies to trolls on social media with her haircut

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘এক্কাদোক্কা’য় (Ekka Dokka) নায়িকা রাধিকার দিদি অনন্যার চরিত্রে অভিনয় করছেন তিনি।যদিও ছোট পর্দার দর্শকদের কাছে এখনও তিনি ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের ‘হিয়া’ (Hiya) নামেই বেশি পরিচিত।

এমনিতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাটাছেঁড়া করা বরাবরের অভ্যাস। তাই আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়া এখন একপ্রকার জলভাতে পরিণত হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অপরাজিতা Post দাস,Aparajita Ghosh Das,এক্কাদোক্কা,Ekka Dokka,হেয়ারকাট,Haircut,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এবার তেমনই নতুন হেয়ারকাট করে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়লেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। আসলে সম্প্রতি কলকাতার একটি নামী স্যালোঁ-তে গিয়ে নতুন হেয়ারকাট করে,যাকে বলে একেবারে নিজের ভোল বদলে ফেলেছিলেন অভিনেত্রী।

আর তারপরেই নিজের এই নতুন লুকের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন অপরিজাতা। তবে অভিনেত্রীর এই নতুন হেয়ারকাট দেখে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রশংসার থেকে অনেক বেশি জুটেছে কটাক্ষ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অপরাজিতা Post দাস,Aparajita Ghosh Das,এক্কাদোক্কা,Ekka Dokka,হেয়ারকাট,Haircut,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

শুধুমাত্র নিজের পছন্দের হেয়ার কাট করার জন্য যাচ্ছেতাই ভাষায় কেউ লিখেছেন ‘মানসিক রোগী,তো কেউ  লিখেছেন ‘পুরো পাখির বাসা’, আবার অনেকে তো চূড়ান্ত অসংবেদনশীল ভাষায় লিখেছেন ‘একদমই  রাস্তার না খেতে পাওয়া পাগলীদের  মতো লাগছে! কোনো পাখির পরিত্যক্ত বাসা।’ আবার একজন কটাক্ষ করে লিখেছেন ‘এটা কি কাক ছাঁট?’

তবে কটাক্ষকারীদের মোটেও পাত্তা দিতে রাজি নন অভিনেত্রী। বরং সম্প্রতি একটি পোস্টে মোক্ষম জবাব দিয়েছেন নিন্দুকদের। অভিনেত্রী লেখেন, নিজের থাকো, লোকে দেখুক সত্যি, তোমার খামতি, অপূর্ণতা, কতটা অদ্ভূত-আজব অথচ সুন্দর আর সম্মোহিনী শক্তির অধিকারি তুমি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥