বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। একটা সময় তিনি চুটিয়ে অভিনয় করেছেন একাধিক বাংলা সিরিয়ালের (Bengali Serial) নায়িকার চরিত্রে। তালিকায় রয়েছে এখানে আকাশ নীলের হিয়া থেকে শুরু করে কোজাগরীর ফুলঝুরি কিংবা কুসুমদোলা সিরিয়ালের রূপকথার মতো চরিত্র।
উলেখ্য অপরাজিতা কুসুমদোলা সিরিয়ালে অভিনয় করার পর চার বছর বিরতি নিয়েছিলেন। এরপর নায়িকা থেকে একেবারে পার্শ্ব চরিত্র হয়ে ফিরলেন টেলিভিশনের পর্দায়। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে লীনা গাঙ্গুলির লেখা স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’-তে। এই সিরিয়ালে অপরাজিতা অভিনয় করছেন নায়িকা রাধিকার দিদি অঙ্কিতার চরিত্রে।
অভিনয় করেছেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, ‘ভেংচি’, ‘পোস্ত’,‘বাকিটা ব্যক্তিগত’, ‘এক ফালি রোদ’, ‘তখন ত্রিশ’, ‘হাতে রইলো পিস্তল’, ‘চলো লেটস গো’-র মতো একাধিক জনপ্রিয় সব সিনেমায়। জানা যায় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর অঞ্জন দত্তের ‘ইতি শ্রীকান্ত’ ছবির হাত ধরেই প্রথম টলিউডের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। সেইসাথে চুটিয়ে অভিনয় করেছেন বাংলা সিরিয়ালে।
জনপ্রিয় এই তারকা জুটির একমাত্র ছেলে উপমন্যু চক্রবর্তী। তার ডাক নাম ‘পান্ত’। তাঁকে নিয়েই এখন সুখের সংসার ঋত্বিক-অপরাজিতার। ছেলের জন্যই কিছুদিন অভিনয় থেকে বিরতি নিলেও এখন আবার অভিনয়ে ফিরেছেন অপরাজিতা।