• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেশের লোক পরিশ্রমের দাম দিতে জানে না! ভারতে ফ্লপ হলেও বিদেশে সুপারহিট ‘এক ভিলেন রিটার্নস’

গত জুলাই মাসের শেষের দিকে মুক্তি পেয়েছিল ‘এক ভিলেন রিটার্নস’ (Ek Villain Returns)। মুক্তির পর থেকেই বক্স অফিসে সারা ফেলতে পারেনি জন আব্রাহাম, অর্জুন কাপুর অভিনীত এই ছবি। যত দিন যাচ্ছে, বক্স অফিস কালেকশন (Box office collection) আরও বেশি খারাপ হচ্ছে এই সিনেমার। দেশবাসী একপ্রকার যেন বলিউডের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

গত সোমবার সারা দেশ জুড়ে জন-অর্জুনের ছবির বক্স অফিস কালেকশন ৬৬ শতাংশ কমে গিয়েছিল। মাত্র ৩.০২ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল ছবিটি। গত শুক্রবার থেকে শুরু করে চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত মাত্র ২৬.৫৬ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে ছবিটি। সপ্তাহান্তেও দর্শকদের হলমুখী করতে পারেনি মোহিত সুরীর এই সিনেমা।

   

Ek Villain Returns release date

অবশ্য ভারতে না চললেও, বিদেশে কিন্তু একেবারে রমরমিয়ে চলছে ‘এক ভিলেন রিটার্নস’। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই কিন্তু সত্যি। যুক্তরাজ্যে (United Kingdom) একেবারে সুপারহিট হয়েছে সিনেমাটি। যত সময় যাচ্ছে, ছবির বক্স অফিস কালেকশনও ভালো হচ্ছে।

এই বিষয়ে এক চলচ্চিত্র বিশেষজ্ঞ বলেন, ‘যুক্তরাজ্যে এক ভিলেন রিটার্নস দারুণ হিট হয়েছে। সপ্তাহান্তে ছবিটির কালেকশন দেখে অবাক হতে হয়। ১৩০ হাজার পাউন্ডের ব্যবসা করেছে ছবিটি। তবে সোমবারের ব্যবসা তো আরও ভালো। কারণ এদিন কোনও ছুটি না হওয়া সত্ত্বেও ছবিটি ৩০ হাজার পাউন্ড আয় করেছে। এই চার দিনই নিশ্চিত করে দিয়েছে যে যুক্তরাজ্যে সিনেমাটি হিট এবং এটা এভাবেই এগিয়ে যাবে। হয়তো ভুল ভুলাইয়া ২, যুগ যুগ জিও’র মতো বড় ছবিকেও পিছনে ফেলে দেবে’।

Ek Villain Returns new poster

বলি অভিনেত্রীরা ‘চুষে ফেলে দেওয়া আম’, বিস্ফোরক মন্তব্যের পরেও অক্ষয়ের পাশে ছিলেন সোনাক্ষী

তবে ভারতে ব্যবসার নিরিখে বলা হলে, একেবারেই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি ছবিটি। তার চেয়ে অনেক ভালো ব্যবসা করেছেন কিচ্চা সুদীপ অভিনীত কন্নড় ছবি ‘বিক্রান্ত রোনা’। তবে এই ছবিটিও শুরুটা ভালো করলেও, এখন হিন্দি বলয়ে ব্যবসাটা খানিক কমে গিয়েছে। তবে কর্ণাটকে মাত্র ৪ দিনে ৭০ কোটি টাকা কামিয়ে নিয়েছে এই সিনেমাটি।

সাম্প্রতিক অতীতে একাধিক বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই তালিকায় নাম তুলেছে ‘এক ভিলেন রিটার্নস’ও। তবে ভারতে ব্যবসা না করলেও, মোহিত সুরী পরিচালিত এই সিনেমা বিদেশে ভালো ব্যবসা করায় কিছুটা হলেও স্বস্তি পাবেন নির্মাতারা।