• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার ‘ভিলেন’ অর্জুন-জন! দর্শকদের ভয় ধরাতে এই দিনে আসছে ‘এক ভিলেন রিটার্নস’

Published on:

Ek Villain Returns release date

২০১৪ সালে মুক্তি পেয়েছিল রীতেশ দেশমুখ, সিদ্ধার্থ মলহোত্রা এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘এক ভিলেন’। সুপারহিট সেই ছবির সিক্যুয়েলের জন্য বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে ‘এক ভিলেন রিটার্নস’এর (Ek Villain Returns) প্রথম লুক প্রকাশ্যে এল। ‘এক ভিলেন’ মুক্তির আট বছর পর মুক্তি পেতে চলেছে সেই ছবির সিক্যুয়েল। মোহিত সুরি পরিচালিত এই থ্রিলার ছবির পোস্টারে জন আব্রাহাম এবং অর্জুন কাপুরের ভিলেন লুকে দর্শকদের ঘুম উড়েছে।

‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি এবং তারা সুতারিয়াকে। ছবির প্রথম লুক প্রকাশ করার সঙ্গেই নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ জুলাই মুক্তি পাবে ছবিটি।

Disha Patani in Ek Villain Returns

নির্মাতাদের তরফ থেকে শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, অর্জুন-জন-দিশা এবং তারা- চার তারকাই মুখোশের পিছনে নিজেদের মুখ লুকিয়ে রেখেছেন। অর্জুন এবং জনের ‘ভিলেন’ লুক ছাড়াও, আরও একটি বিষয় দর্শকদের নজর কেড়েছে।

‘এক ভিলেন রিটার্নস’এর ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, অর্জুন, জন এবং দিশার হাতে থাকা মুখোশের চোখগুলি গোলাকার। কিন্তু শুধুমাত্র তারার মুখোশের চোখের আকার হল তারার তথা স্টারের মতো। এর থেকে অনুরাগীদের মনে হচ্ছে, বাকি তিন তারকাকে খলচরিত্রে দেখা গেলেও, হয়তো শুধুমাত্র তারাকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী ছবির ফার্স্ট লুক সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘ভিলেনদের দুনিয়ায় হিরোদের কোনও অস্তিত্ব নেই’।

Tara Sutaria in Ek Villain Returns

ছবির সঙ্গে জড়িত সূত্র মারফত জানা যাচ্ছে, আট বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘এক ভিলেন’ ছবির সঙ্গে এই সিনেমার নাম এবং মুখোশ ছাড়া আর কোনও বিষয়ে মিল নেই। ছবির কাহিনীও একেবারে নতুন। সেই কারণে সম্পূর্ণ নতুন কাস্টিং নিয়ে এই ছবিতে কাজ করেছেন মোহিত।

‘এক ভিলেন রিটার্নস’ ছবির প্রথম লুক প্রকাশ্যে আনার সঙ্গেই জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ছবির ট্রেলার এবং গানও এক এক করে মুক্তি পাবে। পাশাপাশি এও জানানো হয়েছে, ‘এক ভিলেন’এর মতোই এই ছবির গানগুলিও জমজমাট হতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥