বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী (Actress) হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। দর্শকদের কাছে অবশ্য তাঁর পরিচিতি ‘ঊর্মি’ (Urmi) নামেই বেশি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’এ (Ei Poth Jodi Na Sesh Hoy) অভিনয়ের পর থেকে এই নামেই পরিচিতি হয়ে গিয়েছে তাঁর। যদিও এটি তাঁর প্রথম সিরিয়াল নয়, এর আগেও বেশ কয়েকটি ধারবাহিকে অন্বেষাকে দেখেছেন দর্শকরা।
অন্বেষা এমন একজন অভিনেত্রী যিনি নিজের অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন। কখনও তাঁর সঙ্গে হেসেছেন, কখনও আবার কেঁদেছেন দর্শকরা। সম্প্রতি সেই অভিনেত্রী টলি টাইম নামের একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে আড্ডা (Interview) দিতে বসেছিলেন। সেখানে নিজের কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। মাঝখানে অন্বেষার বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আসার গুঞ্জন শোনা গেলেও তা সত্যি হয়নি। সম্প্রতি অবশ্য জানা গিয়েছে, ‘চিনি ২’তে দেখা যাবে অভিনেত্রীকে। তবে ছোটপর্দায় ফের কবে দেখা যাবে তাঁকে? অভিনেত্রী জানান, বেশ কিছু প্রোজেক্ট নিয়ে কথাবার্তা চলছে।
একই সাক্ষাৎকারে অন্বেষা জানান, কেরিয়ারের শুরুতেই রিজেক্ট হয়েছিলেন তিনি। শুধু রিজেক্ট হওয়াই নয়, কাজ শুরু হওয়ার পর ‘কাজললতা’ ধারাবাহিক থেকে বাদ পড়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, সেই সময় তাঁর অবস্থা এমন হয়েছিল যে যদি বিনা পারিশ্রমিকে তাঁকে কাজ করতে বলা হতো তাহলেও তিনি রাজি হয়ে যেতেন। পাশাপাশি এও বলেন, সেই ধাক্কা পাওয়ার পর প্রচণ্ড কেঁদেছিলেন তিনি।
কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন নায়িকা। পর্দার ঊর্মি নায়ক সাত্যকী তথা টেলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন। অন্বেষা বলেন, ঋত্বিকের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটা ভাই-ভাই গোছের। একবার ফোন করলে ৫-১০ মিনিটে কথা হয় না তাঁদের। কম করে দেড় ঘণ্টা কথা হয়। কিন্তু তাই বলে তাঁরা কিন্তু প্রেম করছেন না।
ঋত্বিক না হয় ‘ভাই’। কিন্তু অন্বেষা বাস্তব জীবনে কার সঙ্গে প্রেম করছেন? জবাবে অভিনেত্রী জানান, তিনি পুরোদস্তুর সিঙ্গেল। তাঁর বাড়ি থেকেও বিয়ের বিষয়ে খুব একটা চাপ দেওয়া হয় না। সেই জন্য এই বিষয়ে খুব একটা ভাবেন না তিনি। আর তাছাড়া কিছু না হলে বয়স হয়ে যাওয়ার পর বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার ইচ্ছা আছে বলে জানান অন্বেষা। তারপর সেখানে গিয়ে যদি কোনও বয়স্ক মানুষকে বিয়ে করার ইচ্ছা হয় তখন সেই বিষয়ে ভেবে দেখবেন বলে জানান পর্দার ঊর্মি।