• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা বগলার দয়ায় দুটো সিরিয়াস সম্পর্কে আছেন ‘মুমু দিদির মা’! ‘দিদি নং ১’ এ মুখ খুললেন সুচন্দ্রা ব্যানার্জি

Published on:

সুচন্দ্রা ব্যানার্জি,এই পথ যদি না শেষ হয়,মুমু দিদির মা,দিদি নং ওয়ান,Suchandra Banerjee,ei poth jodi na sesh hoy,didi no one,mumu didir maa

এই মুহুর্তে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader ei poth jodi na Sesh hoy)। ধারাবাহিকটি প্রধান ইউএসপি গল্পের নায়ক সাত্যকির যৌথ পরিবারের অসম্ভব সুন্দর রসায়ন। উর্মি সাত্যকির মিষ্টি প্রেম এবং বাড়ির সকলকে নিয়ে হই হই করে চলছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকেরই খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র মলি সরকার। চিনলেন না তো? আসলে উর্মি যাকে মুমু দিদির মা বলে ডাকে তিনি কিন্তু দর্শক মহলে বেশ জনপ্রিয়।

এই ধারাবাহিকে সাত্যকির কাকিমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি (Suchandra Banerjee)। তার মুদ্রা দোষ ‘মা বগলার দয়া’য় এক্কেবারে হিট ডায়লগ৷ সকলের মুখে মুখে ঘোরে এই টার্মটা। পর্দায় যেমন তিনি ডানপিটে, মুখরা বাস্তবেও কিন্তু মুখ দিয়ে কথার ফুলঝুরি ছোটে অভিনেত্রীর।

সুচন্দ্রা ব্যানার্জি,এই পথ যদি না শেষ হয়,মুমু দিদির মা,দিদি নং ওয়ান,Suchandra Banerjee,ei poth jodi na sesh hoy,didi no one,mumu didir maa

সম্প্রতি দিদি নং ওয়ানের মঞ্চে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি। সেখানে এসেই নানান মজার মজার ঘটনা দিদির সাথে শেয়ার করতে দেখা যায় তাকে। অভিনেত্রী জানান, এই চরিত্রে অভিনয় করার পর থেকে তার নাম ‘মা বগলা’ ই হয়ে গিয়েছে।

সুচন্দ্রা ব্যানার্জি,এই পথ যদি না শেষ হয়,মুমু দিদির মা,দিদি নং ওয়ান,Suchandra Banerjee,ei poth jodi na sesh hoy,didi no one,mumu didir maa

যতটুকু সময় তিনি ছিলেন এক্কেবারে মাতিয়ে রেখেছেন শো। এর মাঝেই দিদি সকলের মতো তাকেও জিজ্ঞেস করেন অভিনেত্রী কোনোও সম্পর্কে রয়েছেন কিনা। ‘মুমু দিদির মা’য়ের সাফ উত্তর একজন নয় বরং দুজনের সাথে নাকি সম্পর্কে রয়েছেন তিনি।

অভিনেত্রীর কথা শুনে তো অবাক স্বয়ং রচনা ব্যানার্জিও। তবে সুচন্দ্রা দেবী জানান, দুজনকে ম্যানেজ করে আলাদা আলাদা ভাবে সময় দেন তিনি। একজনের চেহারা একটু মোটা একজন রোগা। একজনকে নিয়ে পাড়ার অলিগলিতে প্রেম করেন, তো অন্যজনকে নিয়ে যান অনেক দূর। আসলে তার দুটো সিরিয়াস সম্পর্ক আর কারোর সাথে নয় একটা সাইকেল অন্যটা তার চার চাকার সাথে। এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥