সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এই সিরিয়াল মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই দর্শকদের মধ্যে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। আর সেই কারণেই টিআরপির দৌড়েও প্রতিনিয়ত এগিয়ে চলেছে ঊর্মি আর সাত্যকি বাবুর লাভ স্টোরি।
এই সিরিয়ালে ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। দিনে দিনে দর্শকদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। উল্লেখ্য সিরিয়ালের নায়ক নায়িকা হওয়ার সুবাদে অন্বেষা আর ঋত্বিকের ফ্যান ফলোয়িংও দিনে দিনে বেড়েই চলেছে।
একেবারে মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার আঙ্গিকে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। বিনোদনের মোড়কে বাস্তব জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে সিরিয়ালে। সেই কারণেই সিরিয়ালের চরিত্রদের সাথে অনায়াসেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা। আর সেই কারণেই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখেই সিরিয়ালে প্রতিনিয়ত আনা হচ্ছে নিত্যনতুন টুইস্ট।
ইতিপূর্বেই একের পর এক উৎসব দেখানো হয়েছে সিরিয়ালে। সরকার বাড়ির মতো মধ্যবিত্ত বাড়িতেও উর্মির পাল্লায় পড়ে সবাই মিলে পালন করেছেন করবাচৌথ। প্রথমে সবাই এসবের মানে বুঝতে না পারলেও পরে অবশ্য সবাই ভালোই বলেছেন। আসলে উর্মির মেয়েটা বড্ড সরল সাধাসিধে, মাটির মানুষ। তাই দিনে দিনে সবাইকে ওকে আরও বেশি করে ভালোবেসে ফেলছে।
আর বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে উর্মির শ্বশুর বাড়ির পাড়ার বার্ষিক প্রতিযোগিতা। সেখানে প্রতিবার প্রথম পুরস্কার যায় রিনির ঝুলিতে। কিন্তু এবছর মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতায় নিজস্ব স্টাইলে একটা দেশলাই কাঠি দিয়ে একটি মোমবাতি ধরিয়ে তার সাহায্যে মোট ২৫ মোমবাতি জ্বালিয়ে রিনির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উর্মি।