বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। সিরিয়াল প্রেমীদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নিয়ে। সাংসারিক কূটকচালির বাইরে বেরিয়ে একেবারে নিখাদ বিনোদনে মোড়া এই সিরিয়ালের গল্প শুরু থেকেই মন ছুঁয়েছে দর্শকদের। যা দেখে নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের।
তাই সিরিয়ালের হাসি খুশি প্রাণ খোলা চরিত্ররা দিনে দিনে হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মানুষ। তাই এই সিরিয়ালের চরিত্রদের সাথে সহজেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা। শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা উর্মি সাত্যকির জুটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়। উল্লেখ্য এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন দর্শকদের চাহিদা পূরণে প্রতি সপ্তাহেই এই সিরিয়ালের থাকে নিত্যনতুন চমক।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে বাবা অর্থাৎ শ্বশুরমশাই এবং রাগি আন্টি অর্থাৎ শাশুড়ির ৩০ বছরের বিবাহবার্ষিকী উদযাপনের আনন্দে মেতেছে উর্মি। প্রথমে অবশ্য উর্মির এমন আবদারকে একেবারে ছেলে মানুষি বলে রাগ দেখিয়েছিল সাত্যকির মা। কিন্তু পরে তিনিও রাজি হয়ে যায় বিবাহবার্ষিকী পালন করতে।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকীতে মেহেন্দী থেকে সঙ্গীত সবকিছুই একাহাতে প্লানিং করে ফেলেছে উর্মি। তার জন্য বাড়ির সব ছেলেদের বরপক্ষ আর মেয়েদের মেয়েপক্ষ সাজানো হয়েছে। ইতিমধ্যেই উর্মির বাবা আর রাগী আন্টির বিয়েতে যোগ দিয়েছেন উর্মির বাপের লোকজনও।
সবমিলিয়ে একেবারে জমে উঠেছে উর্মির শ্বশুর,শ্বাশুড়ির বিয়ের পর্ব। মেহেন্দী,সঙ্গীত, গায়ে হলুদের পর এবার অপেক্ষা বিয়ের। ফের একবার তাদের অগ্নিসাক্ষী করে বিয়ের পিঁড়িতে বসার। আজই টিভির পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এই বিশেষ পর্ব। তবে তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের সেই বিশেষ মুহুর্তের বেশ কিছু ছবি।