বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের দারুন পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। শুরু থেকেই মধ্যবিত্ত সরকার বাড়ির যৌথ বাঙালি পরিবারের গল্প মন ছুঁয়েছে দর্শকদের। তাই শুধু নায়ক নায়িকা উর্মি (Urmi),সাত্যকি (Satyaki)-ই নয়, এই সিরিয়ালে আরও একাধিক প্রিয় চরিত্র রয়েছে দর্শকদের।
এই সিরিয়ালের অন্যতম সাংসারিক কূটকচালি নয় বরং বাস্তব জীবনের আঙ্গিকে মোড়া নিখাদ বিনোদনে। তাই এই সিরিয়াল দেখে নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের। কিন্তু এই ধারাবাহিকের দর্শকদের একটাই আফসোস বারে বারে বদলে যাচ্ছে সিরিয়ালের একাধিক প্রিয় চরিত্রের মুখ। এই কারণেই নিজেদের পছন্দের অভিনেত্রীদের বেশিদিন দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা।
কিছুদিন আগেই এই সিরিয়াল থেকে বিদায় নিয়েছেন খলনায়িকা রিনি অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das) । আপাতত অভিনয় কে বিদায় জানিয়ে গোয়ায় গিয়ে প্রেমিকের সাথে চুটিয়ে ছুটি উপভোগ করছেন অভিনেত্রী এর কিছুদিনের মধ্যেই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন সিরিয়ালের আর এক অভিনেত্রী মিমি।
উল্লেখ্য এতদিন এই মিমি চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী তনুশ্রী সাহা। এখন তার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করছেন লিজা সরকার। এসবের মধ্যেই একদিকে যখন উর্মি ব্যস্ত মুমু দিদির বিয়ে থেকে সরকার বাড়ির মাথার ছাদ বাঁচানোর লড়াইয়ে তখন ফের একবার বদলে গেল সিরিয়ালের আর এক অভিনেত্রী।
এই সিরিয়ালে সরকার বাড়ির অন্যতম প্রধান কর্ত্রী হলেন ঠাম্মি রমা সরকার।এই চরিত্রে এই নিয়ে পরপর ৩ বার বদল হলেন অভিনেত্রী। প্রথম দিকে এই চরিত্রে অভিনয় করতেন জনপ্রিয় অভিনেত্রী অলকানন্দা রায়।তবে অল্প কয়েক দিনের মধ্যেই তিনি এই চরিত্রটি থেকে বেরিয়ে আসলে এই চরিত্রে অভিনয় করতে দেখা অভিনেত্রী কল্যাণী মন্ডলকে (Kalayani Mandal)। কিন্তু ফের বদলে যাচ্ছে এই চরিত্রের অভিনেত্রী। এখন থেকে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে কুমকুম ভট্টাচার্য্যকে (Kumkum Bhattacharya)।