• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরাবরের মতো উর্মিকেই ভুল বুঝলো সাত্যকি!ছেলে বৌমার সংসারে জোড়া তালি দিতে এগিয়ে এল রাগী আন্টি

Published on:

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,রিনি,Rini,রাগি আন্টি,Rahi Aunty

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ভীষণ পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)।এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও, অল্প কয়েক দিনের মধ্যেই দর্শকদের মধ্যে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। আর সেই কারণেই টিআরপির দৌড়েও প্রতিনিয়ত এগিয়ে চলেছে ঊর্মি আর সাত্যকি বাবুর লাভ স্টোরি।

সিরিয়ালে ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। দিনে দিনে দর্শকদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। উল্লেখ্য সিরিয়ালের নায়ক নায়িকা হওয়ার সুবাদে অন্বেষা আর ঋত্বিকের ফ্যান ফলোয়িংও দিনে দিনে বেড়েই চলেছে।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,রিনি,Rini,রাগি আন্টি,Rahi Aunty

তবে নায়ক নায়িকা ছাড়াও সিরিয়ালে দর্শকদের পছন্দের একাধিক চরিত্র রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন রিনি চরিত্রের অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)। পাশাপাশি দর্শকমহলে বেশ জনপ্রিয় সাত্যকির মা অর্থাৎ রাগি আন্টির চরিত্রে থাকা ময়না ব্যানার্জী (Mayna Banerjee)। উল্লেখ্য সিরিয়ালের প্লট অনুযায়ী টুবাইদা অর্থাৎ উর্মির সাত্যকি বাবুকে ভালোবাসে রিনি। তাই উর্মির সাথে বরাবরই রেষারেষি লেগে থাকে রিনির।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,রিনি,Rini,রাগি আন্টি,Rahi Aunty

আর এই কারণেই উর্মিকে সে আড়ালে ‘পেত্নী’ বলে ডাকে। এসবের মধ্যেই সম্প্রতি সিরিয়ালে এসেছে নতুন ট্যুইস্ট। রিনির কারণেই ফের একবার ঝামেলা হয়েছে উর্মি সাত্যকির মধ্যে। রাগের মাথায় না বুঝেই উর্মি রিনিকে যা খুশি বলে কথা শুনিয়েছে। যার মধ্যেই অনেক কথাই বলা ঠিক হয়নি উর্মির। আর এতেই ফের একবার উর্মিকে দুরে ঠেলে দিয়েছে সাত্যকি।

তাই এবার ছেলে বৌয়ের দূরত্ব ঘোচাতে আসরে নেমেছেন উর্মির রাগি আন্টি। তার কথায় নিজের ভুল বুঝতে পেরেছে উর্মি। কিন্তু সাত্যকি তার ওপর এতটাই রেগে আছে যে রাগের মাথায় আবার তাকে ভুল বোঝে সে। এতে সাত্যকির উপর খেপে গিয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে একজন লিখেছেন ‘উর্মিকে সাত্যকীই অনেক ছোট করেছে।উর্মির সততা আর বড়ো মনের পরিচয় এর আগে অনেক বার পাওয়া সত্বেও বুদ্ধিমান সাত্যকী রিনির চালাকি কখনো বোঝার চেষ্টাই করে নি।’

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,রিনি,Rini,রাগি আন্টি,Rahi Aunty

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥