ইদানীং বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। তাই দিনের শেষে সকলের অত্যন্ত পছন্দের এই সিরিয়াল রীতিমতো স্ট্রেস বাস্টারের মতো কাজ করে। শুরু থেকেই একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের গল্প মন ছুঁয়েছে দর্শকদের। যার অন্যতম কারণ সাংসারিক কূটকচালি নয় বরং একেবারে মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবনের আঙ্গিকে মোড়া নিখাদ বিনোদন।
তাই দর্শকমহলে উর্মি (Urmi) আর সাত্যকি (SSatyaki জুটির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই।সোশ্যাল মিডিয়া খুললেই সিরিয়ালের একাধিক ফ্যান পেজ থেকেই আঁচ মেলে এই সিরিয়াল কে ঘিরে ফ্যানদের বিরাট ক্রেজের কয়েক ঝলক। এই কারণেই অত্যন্ত পছন্দের এই সিরিয়ালের একটিও এপিসোড মিস করতে চান না দর্শকরা। তাই প্রতিদিন টিভির পর্দায় দেখতে দেখতে এই সিরিয়ালের চরিত্ররাও হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মানুষ।
দর্শকমহলে সিরিয়ালের নায়ক নায়িকা উর্মি (Urmi), সাত্যকি (Satyaki) ছাড়াও আরও একাধিক পছন্দের চরিত্র রয়েছে। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন বড়লোক বাড়ির মেয়ে হয়েও শিশুসুলভ উর্মি তার শ্বশুর বাড়ির সদস্যদের সাথে দারুনভাবে মিলে মিশে সংসার করছে। সদ্য সিরিয়ালে দেখা গিয়েছে হোলি স্পেশাল পর্ব। এই পর্বে দেখা গিয়েছে জীবনে প্রথমবার রঙ খেলেছে উর্মি।
তাই রঙ থেকে ভাঙ গোটা বিষয়টাই সম্পূর্ণ অজানা তার কাছে। তাই বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম দোল দিয়ে দারুন এক্সাইটেড উর্মি। এই পর্বে দেখা যায় ভাঙ খেয়ে দারুন নেশা হয়ে গিয়েছিল উর্মির। নেশার ঘোরে বাড়িটাকেই উল্টো দেখা থেকে শুরু করে এক ডেস্কি পায়েস একাই সাবাড় করে দেয় উর্মি। এরপর দেখা যায় ভাঙ খাওয়ার পর সেদিনের কোনো কিছুই ঠিক করে মনে নেই উর্মির। তাই বিরাট বড় ভুল করে ফেলেছে ভেবে, সবার কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইতে থাকে উর্মি।
হাসি মজায় ভরপুর এই বিশেষ পর্বের রেশ কাটার আগেই এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo) । সেখানে দেখা যাচ্ছে,মিনিস্টার সদানন্দ উর্মির কাকা আর মামনির সত্যিটা সামনে আনার আগেই তারা একটা পার্টিতে ডেকে নিয়ে গিয়ে উর্মিকে মেরে ফেলার প্লান করে। এরপর দেখা যায় উর্মি একটা পানীয় খেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন তারা উর্মি কে কুশপুতুল এর সাথে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার প্লান করে। অন্যদিকে বৌকে হন্যে হয়ে খুঁজতে থাকে সাত্যকি। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।