বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। দিনে দর্শকমহলে বেড়েই চলেছে সিরিয়ালের চাহিদা। আর তাই দর্শকদের চাহিদা পূরণে এখন সারা সপ্তাহজুড়েই বিনোদনমূলক চ্যানেল গুলোতে বসে একের পর এক পছন্দের সিরিয়ালের আসর। তবে এখনকার সিরিয়ালে টিপিক্যাল শ্বাশুড়ী বৌমার ঝগড়া কিংবা সাংসারিক কূটকচালি নয় বরং অধিক গুরুত্ব বাস্তবসম্মত বিষয় বস্তু।
আর এই মুহূর্তে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। ধরাবাঁধা ছকের বাইরে বেরিয়ে এই সিরিয়ালের মধ্যে দিয়ে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার গল্প বলার আঙ্গিকে নিয়ে এসেছেন নতুনত্ব। যা অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। আর দর্শকদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে চলেছে উর্মি আর তার সাত্যকি বাবুর একসাথে পথ চলার গল্প।
সিরিয়ালে উর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) আর সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। নিজেদের অভিনয় দক্ষতার জোরে মাত্র এই কদিনেই দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছেন এই জুটি। তবে দর্শকদের অত্যন্ত পছন্দের এই সিরিয়ালে উর্মি সাত্যকি ছাড়াও আরও একাধিক পছন্দের চরিত্র রয়েছেন।
যাদের মধ্যে অন্যতম হল উর্মির মুমু (Mumu) দিদি,অর্থাৎ সাত্যকির ছোটো কাকার মেয়ে নন্দিনী। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সুমনের (Suman) সাথে অনেক দিন আগেই বিয়ে ঠিক হয়ে রয়েছে মুমুর। কিন্তু মুমুর হবু শ্বশুর বাড়ির লোকজন অর্থাৎ সুমনের মা,বাবা, বোন কেউই সুবিধার নন। তার সবাই অত্যন্ত লোভী। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সুমনের আড়ালে তারা নানাভাবে চাপ তৈরি করছে মুমুর ওপর। আর বিয়ে ভাঙার ভয়ে সেও চুপচাপ শ্বশুর বাড়ির সব আব্দার মেনে নিতে থাকে।
কিন্তু পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে মুমুকে হঠাৎ করে এমন বিয়ে পাগল হতে দেখে সুমন সহ অবাক মুমুর বাড়ির সবাই। এরইমধ্যে বিষয়টি আঁচ করতে পেরেছে সুমন। এই অবস্থায় সুমন আর নন্দিনীর বিয়ে আদৌ হবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন দর্শক। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুমু অভিনেত্রী পায়েল দেবের বিবাহিত অবস্থার শাঁখা, পলা এবং সিঁদুর পরা বেশ কিছু ছবি। যা দেখে সবাই ভাবছেন অবশেষে বিয়ে হয়েই গেল মুমুর। কিন্তু না এখনও বিয়ে হয়নি,আসলে এগুলো সম্ভবত অভিনেত্রীর আগের সিরিয়ালের চরিত্রের ছবি।