সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই তাই কোনোভাবেই পছন্দের সিরিয়ালের একটাও পর্ব মিস করতে চান না দর্শকরা। এই মুহুর্তে বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)।
শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা উর্মি সাত্যকির জুটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়। শুরু থেকেই এই সিরিয়ালটি আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা। কারণ সাংসারিক কূটকচালি নয় বরং বিনোদনের মোড়কে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাস্তব জীবনের নানান দিক। তাই এই সিরিয়ালের চরিত্রদের সাথে সহজেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন প্রতি সপ্তাহেই এই সিরিয়ালের থাকে নিত্যনতুন চমক। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে বাবা অর্থাৎ শ্বশুরমশাই এবং রাগি আন্টি অর্থাৎ শাশুড়ির ৩০ বছরের বিবাহবার্ষিকী উদযাপনের আনন্দে মেতেছে উর্মি। প্রথমে অবশ্য উর্মির এমন আবদারকে একেবারে ছেলে মানুষি বলে রাগ দেখিয়েছিল সাত্যকির মা।
কিন্তু পরে রাগি আন্টিও রাজি হয়ে যায় বিবাহবার্ষিকী পালন করতে। দেখা যায় শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকীতে মেহেন্দী থেকে সঙ্গীত সবকিছুর প্লানিং করে ফেলেছে উর্মি। তার জন্য বাড়ির সব ছেলেদের বরপক্ষ আর মেয়েদের মেয়েপক্ষ সাজানো হয়েছে। ইতিমধ্যেই গতকাল সম্প্রচারিত হয়েছে এই পর্ব।
এই সঙ্গীতে উর্মি সাত্যকির পাশাপাশি কাপল ডান্স করতে দেখা গিয়েছে উর্মির শ্বশুর-শ্বাশুড়িকেও। এদিন অমর সঙ্গীর জনপ্রিয় গান চিরদিনই তুমি যে আমার গানে নাচ করে আসর মাতিয়ে তোলে উর্মির শ্বশুর শ্বাশুড়ি। আর উর্মি সাত্যকিও একটি রোমান্টিক গানে নাচ করে।
View this post on Instagram