সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)।এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও, অল্প কয়েক দিনের মধ্যেই দর্শকদের মধ্যে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। আর সেই কারণেই টিআরপির দৌড়েও প্রতিনিয়ত এগিয়ে চলেছে ঊর্মি আর সাত্যকি বাবুর লাভ স্টোরি।
সিরিয়ালে ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। দিনে দিনে দর্শকদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। উল্লেখ্য সিরিয়ালের নায়ক নায়িকা হওয়ার সুবাদে অন্বেষা আর ঋত্বিকের ফ্যান ফলোয়িংও দিনে দিনে বেড়েই চলেছে।
উর্মি সাত্যকি ছাড়াও এই সিরিয়ালের এক গুরুত্বপূর্ণ চরিত্র হল রিনি। এই রিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)। সে টুবাইদা অর্থাৎ উর্মির সাত্যকি বাবুকে ভালোবাসে। তাই উর্মিকে দুচোখে দেখতে পারে না রিনি। আর এই কারণেই উর্মিকে সে আড়ালে ‘পেত্নী’ বলে ডাকে।
একেবারে মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার আঙ্গিকে এগিয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প। দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখেই প্রতিনিয়ত আনা হচ্ছে নিত্যনতুন টুইস্ট। নানান উৎসব পর্বের শেষে সিরিয়ালে বর্তমানে দেখানো হচ্ছে উর্মির শ্বশুর বাড়ির পাড়ার বার্ষিক প্রতিযোগিতা।
View this post on Instagram
এই প্রতিযোগিতায় প্রতিবার প্রথম পুরস্কার যায় রিনির ঝুলিতে। কিন্তু এবছর মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা থেকে শুরু করে বেলুন ফোলানো এবং শেষ পর্যন্ত ফুচকা খাওয়ার প্রতিযোগিতাতেও নিজস্ব স্টাইলে খেলে রিনির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উর্মি। এই প্রথম উর্মির কাছে হেরে দারুন চটেছে রিনি। অন্যদিকে উর্মির জয়ে দারুন খুশি গোটা সরকার পরিবার।