বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মিশমি দাস (Mishmee das)। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই অভিনয় জগতে দারুন জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।একইসাথে হিন্দি বাংলা দু’দুটি সিরিয়ালে অভিনয় করে একেবারে খ্যাতির শীর্ষে রয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই অভিনয় জীবন থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন মিশমি। অভিনেত্রী জানিয়েছিলেন অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করার পর থেকেই তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের জন্য এক ফোঁটাও, সময় দিতে পারেননি মিশমি। ব্যস্ত শিডিউলের মধ্যে একেবারে হাঁপিয়ে উঠেছেন তিনি। তাই শুধুমাত্র নিজের জন্যই আপাতত সিরিয়ালে অভিনয় করা থেকে সরে দাড়াতে চাইছেন অভিনেত্রী।
এরফলে আগামীদিনে মিশমিকে আর দেখা যাবে না জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ বা ‘রিসতো কা মানঝা’তে। সম্প্রতি দিদি নম্বর ওয়ানে (Didi No One) খেলতে এসেছিলেন মিশমি। সেখানেই এদিন অভিনেত্রীর চোখে মুখে ধরা পড়েছিল এক অন্য ধরনের জেল্লা। যা নজর এড়িয়ে যায়নি সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের। সেখানেও মিশমির হঠাৎ অভিনয় ছাড়ার প্রসঙ্গে উঠতেই ফাঁস হয় অভিনেত্রীর একাধিক সিক্রেট।
এদিন মিশমি জানান তিনি খুব খুশি এমন একটা সিদ্ধান্ত নিতে পেরে। অভিনয়ের ব্যস্ততকে বিদায় জানিয়ে আপাতত শুধু নিজের সাথে সময় কাটাতে চান তার জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন মেডিটেশন। সাথে নিয়ে যাবেন প্রিয় পোষ্য কুকুর কে। তবে শুধু পোষ্যই নয় অভিনেত্রীর এই সিদ্ধান্তে সম্মতি জানিয়ে লোটা কম্বল নিয়ে তার সাথেই পাড়ি দিবেন তার মনের মানুষটিও।
এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে মিশমির মনের মানুষের কথা জানা গেলেও তার পরিচয় জানা যায়নি। তবে এটুকু জানা গেছে অভিনেত্রীর প্রেমিক একজন ইঞ্জিনিয়ার। আপাতত তার ওয়ার্ক ফ্রম হোম চলছে। তাই মিশমির সাথেই থকবেন তিনি। এদিন এও জানা যায় শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক পরিবেশের কোলে সময় কাটাতে যাবেন মিশমি। আর মিশমির পছন্দ সমুদ্র, তাই জানা গেল এবার অভিনয়কে বিদায় জানিয়ে গোয়াতেই থাকবেন অভিনেত্রী। জানা গেল সরস্বতী পুজোর ঠিক পরেই রওনা দেবেন অভিনেত্রী।
View this post on Instagram