ইদানিং টেলিভিশনের পর্দায় নিত্য নতুন সিরিয়াল শুরু হওয়াটা একপ্রকার নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। স্টার জলসা হোক কিংবা জি বাংলা অথবা অন্যান্য বিনোদনমূলক চ্যানেল সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে হিড়িক পড়েছে একের পর এক নতুন সিরিয়ালের। যার কোপ গিয়ে পড়ছে অন্যান্য নতুন সিরিয়ালের ওপর। তাই কখনও সিরিয়ালের সময় পরিবর্তন হচ্ছে আবার কখনও একেবারে শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়াল।
কারণ দিনের শেষে সিরিয়াল মানেও এক ধরনের ব্যবসা। আর এক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি। তাই টি আর পি তালিকায় দিনের পর দিন পিছিয়ে পড়লে কোন কিছু না ভেবেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে কাঁচি চালানো হচ্ছে সেই সিরিয়ালের ওপরেও। তেমনি সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Madhu)।
আগামী ২৮ নভেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে আরো একটি নতুন সিরিয়াল ‘সোহাগ জল’ (Sohag Jol) । ইতিমধ্যেই সকলেই জানেন জি বাংলার পর্দায় রাত ন’টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। যার ফলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন এবার সম্ভবত শেষের মুখে উর্মি সত্যকির পথ চলা। এবার সেই জল্পনা জল ঢেলে জানিয়ে দেওয়া হলো ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi) সিরিয়ালের নতুন স্লট (New Slot)।
জানা যাচ্ছে আগামী ২৮ নভেম্বর থেকে টিভির পর্দায় রাত সাড়ে নটা থেকে নতুন সময়ে সম্প্রচারিত হবে এই পথ যদি না শেষ হয়। সেই সাথে এসে সেই সাথে এসে গিয়েছে এই সিরিয়ালের একেবারে নতুন এক ধামাকাদার প্রোমো (New Promo)। এই প্রোমোতে দেখা যাচ্ছে উর্মি নিজের বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলছে তোমার হত্যাকারীকে শাস্তি দিতে আমার হাত যেন দুবার না কাঁপে।
ঠিক তখনই পিছন থেকে মামনি এসে উর্মির দিকে বন্ধু উঁচিয়ে বলতে শুরু করে তোমার বাবাকে যেখানে পাঠিয়েছি তোমাকেও সেখানেই পাঠাবো’। প্রসঙ্গত এরইমধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘রাঙা বৌ’-এর প্রোমো। আর এই নতুন সিরিয়ালটিও প্রযোজনার দায়িত্বে রয়েছে স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ। তাই মনে করা হচ্ছে ডিসেম্বরেই উর্মি সত্যকির পথ চলা শেষ করে দিয়ে তার জায়গায় আনা হবে নতুন সিরিয়াল রাঙা বৌ।