বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’(Ei Poth Jodi Na Sesh Hoi) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। দর্শকদের অত্যন্ত পছন্দের এই সিরিয়াল তাদের কাছে রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে। তাই শুরু থেকেই একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়াল মন ছুঁয়েছে দর্শকদের। আর এই সিরিয়ালের অন্যতম ইউএসপি সাংসারিক কূটকচালি নয় বরং একেবারে মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবনের আঙ্গিকে মোড়া নিখাদ বিনোদন।
শুরু থেকেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে উর্মি (Urmi), সাত্যকির (Satyaki) জুটি। তাই দর্শকমহলে এই জুটির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একাধিক ফ্যান পেজ খুললেই চোখে পড়ে এই সিরিয়ালকে ঘিরে ফ্যানদের বিরাট ক্রেজের বিষয়টি। এই কারণেই অত্যন্ত পছন্দের এই সিরিয়ালের একটিও এপিসোড মিস করতে চান না দর্শকরা।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন বড়লোক বাড়ির মেয়ে হয়েও শিশুসুলভ উর্মি তার শ্বশুর বাড়ির সদস্যদের সাথে দারুনভাবে মিলে মিশে একেবারে চুটিয়ে সংসার করছে। সদ্য সিরিয়ালে দেখা গিয়েছে নিজের জন্মদিন কে ঘিরে উর্মির আতঙ্কের আসল কারণ। আসলে বার্থডে সবার স্পেশাল হলেও উর্মির কাছে তা অভিশাপ। কারণ এই দিনেই নিজের বাবাকেই চিরকালের জন্য হারিয়ে ফেলেছিল উর্মি।
তাই তারপর থেকে নিজের বার্থডে সেলিব্রেটি করা দূরের কথা বরং ওই অভিশপ্ত দিনটা আসলেই কেমন পাগল পাগল হয়ে যায় সদা হাস্য উর্মি। এরইমধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে উর্মির দাদু তার সমস্ত সম্পত্তি থেকে ব্যাবসা সব কিছুর যোগ্য উত্তরাধিকারী হিসাবে বেছে নিয়েছেন নাতনি উর্মি এবং নারী জামাই সাত্যকি কে। তারপর থেকেই খেপে উঠেছে উর্মির ছোট কাকা আর কাকিমা।
রাগের মাথায় সাত্যকিকেও উর্মির বাবার মতোই পৃথিবী থেকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে তারা। অন্যদিকে টুকাইবাবুর খোঁজ না পেয়ে অস্থির হয়ে উঠেছে উর্মি সহ বাড়ির সবাই। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। এই ভিডিওতে দেখা যাচ্ছে হাসতে থাকা উর্মির মামনি আর কাকা কে সাত্যকি বলছে ‘আপনাদের খেলা শেষ, আমি সবটা জেনে গিয়েছি’। এরপরেই উর্মির দাদু বলে তোমারা এমন করতে পারলে! তখন মামনি বলে উর্মি তোমাদের কথা বিশ্বাস করবে না। ঠিক তখনই উর্মি এসে দাঁড়ায়। এইভাবেই আগামী দিনে পর্দাফাঁস হতে চলেছে উর্মির মামনির।