বাংলার সিরিয়ালপ্রেমীদের কাছে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সাংসারিক কূটকচালির বাইরে বেরিয়ে একেবারে ভিন্ন স্বাদের, এই সিরিয়ালের গল্প শুরু থেকেই মন ছুঁয়েছে দর্শকদের। তাই বাস্তব জীবনের আঙ্গিকে বিনোদনে মোড়া এই সিরিয়াল দেখে নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের।
প্রতিদিন ঘড়ির কাঁটায় রাত ১০টা বাজলেই সকলেই ডিনার সেরে এই পছন্দের সিরিয়াল দেখতে বসে পড়েন টিভির সামনে। সিরিয়ালের যারা নিয়মিত দর্শক সিরিয়ালের একটাও এপিসোড মিস করেন না তারা। এই ভাবেই সিরিয়ালের হাসি খুশি প্রাণ খোলা চরিত্ররা দিনে দিনে হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মানুষ। তাই এই সিরিয়ালের চরিত্রদের সাথে সহজেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা।
শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা উর্মি সাত্যকির জুটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়। তবে শুধু নায়ক নায়িকা নয় এই সিরিয়ালে রয়েছে আরও একাধিক পছন্দের চরিত্র। সকলের পছন্দের এমনই এক চরিত্র হল সরকার বাড়ির মিষ্টি মেয়ে মুমু। ইতিমধ্যে সিরিয়ালে দেখানো হয়েছে মিস্টার কানের দুল অর্থাৎ সুমনের সাথে তার সম্পর্কে।
আর সকলেই জানেন শুরু থেকেই একমাত্র উর্মিই জানতো সুমনের সাথে তার সম্পর্কের কথা। এমনকি এই সম্পর্কের কথা জানাজানি হওয়ার পরেও বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে একমাত্র উর্মিই মুমুর হয়ে গলা ফাটিয়ে ছিল। আর এখন যখন সুমনের বাড়ির লোকজনের অতি লোভী হাবভাব দেখে সবার সামনে উর্মি সবার সামনে সত্যি কথা বলছে, তখন সেই উর্মির প্রতি মুমুর সমস্ত ভালোবাসা এক নিমেষে উবে গেল মুমুর।
উল্টে সবার সামনে ‘অন্য কেউ’ বলে সম্বোধন করে সমস্ত অশান্তির দোষ তার ঘাড়ে চাপিয়ে যা নয় তাই বলে অপমান করে মুমু। উর্মির প্রতি মুমুর এমন ব্যবহার কেউ ভালো চোখে দেখেনি। সবাই মুমুকে বকাবকি শুরু করে কিন্তু তাতে আরও সমস্যা তৈরি হয়। প্রসঙ্গত সিরিয়ালে দেখা গিয়েছে ইতিপূর্বে অনেকবার মুমুর বিয়ের সম্বন্ধ ভেঙেছে তাই সে চায় না সুমনের সাথে তার সম্পর্ক টা যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে।