সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সিরিয়াল দেখতে ভালোবাসে কমবেশি সকলেই। নায়ক নায়িকার পাশাপাশি দর্শকদের পছন্দের তালিকায় থাকেন একাধিক পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীরাও। এখনকারদিনে সব সিরিয়ালেই নায়ক নায়িকার মতোই সমান গুরুত্ব পেয়ে থাকেন পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীরাও।
নিজেদের সাবলীল অভিনয় দক্ষতার জোরে তারা মন জিতে নেন দর্শকদের। দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একজন পার্শ্বচরিত্রের অভিনেত্রী হলেন পায়েল দেব (Payel Deb)। কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে এই অভিনেত্রীর অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na sesh Hoi)। এই সিরিয়ালে নায়ক সাত্যকির খুড়তুতো বোন মুমু (Mumu)-র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এই সিরিয়ালে তার সাবলীল অভিনয় অল্প দিনেই জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। হাতে গোনা মাত্র কয়েকদিন হয়েছে টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার। এরইমধ্যে টিভির পর্দায় ফিরে এসেছেন সকলের প্রিয় মুমু দিদি। তবে একেবারে নতুন চরিত্রে। একটা সিরিয়াল শেষ হতে না হতেই অভিনেত্রীর হাতে এসে গিয়েছে নতুন সিরিয়ালে অভিনয়ের সুযোগ।
প্রসঙ্গত সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘রাঙা বৌ’ (Ranga Bou)। এই সিরিয়ালে সীমন্তিনী চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যার থেকে প্রমাণিত হয় অভিনয় প্রতিভা থাকলেই হাতে কাজ আসতে বাধ্য। আর ক্রেজি আইডিয়াজ এর এই নতুন সিরিয়ালে পর্দার মুমু দিদিকে নতুন রূপে দেখার জন্য ভীষণ আগ্রহী দর্শকরা। প্রসঙ্গত ইতিপূর্বে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কে আপন কে পরে’ অনু চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
এখনও পর্যন্ত অভিনয় জীবনে বেশিরভাগ সময়েই পজিটিভ চরিত্রে দেখা গিয়েছে পায়েলকে। মনে করা হচ্ছে রাঙা বৌতেও তাকে ভালো মেয়ের চরিত্রে দেখা যাবে। এই সিরিয়ালেও সম্ভবত নায়কের বোনের চরিত্রে থাকছেন তিনি। প্রসঙ্গত অভিনয় জীবনের ব্যস্ততার পাশাপাশি পায়েল জনসেবারও কাজ করে থাকেন। কারণ তিনি রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের একজন সদস্যা।
অভিনয় করে বাকি যে সময়টুকু পান তার সবটুকু তিনি ব্যয় করেন জনসেবার কাজে। সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবেও হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই দেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর সাথে ছবিও তুলতে দেখা যায়, গিয়েছিল পায়েলকে।